নয়াদিল্লি: ভারতীয় পর্যটকের মৃত্যুর জের। পদত্যাগ করতে হল পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister of Portugal) মার্তা তেমিদো-কে (Marta Temido)। মঙ্গলবার, পর্তুগালে এক ভারতীয় মহিলা পর্যটক (Indian Tourist) মারা যান। তিনি গর্ভবতী ছিলেন। সংবাদ সংস্থার খবর অনুসারে। সেদেশে প্রসূতি বিভাগে তাঁকে ভর্তি নিতে চাওয়া হয়নি। তারপরেই মারা যায় ওই ভারতীয় পর্যটক। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর হার্ট অ্যাটাক হয় বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
কী ঘটেছিল:
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, ওই মহিলা গর্ভবতী ছিলেন। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। সেই অবস্থায় তাঁকে সান্তা মারিয়া হাসপাতালে (Santa Maria Hospital) নিয়ে যাওয়া হয়। এই হাসপাতাল পর্তুগালের অন্যতম বড় চিকিৎসা পরিষেবা কেন্দ্র। সেখানে তাঁকে সাময়িক স্থিতাবস্থায় আনা হয়। কিন্তু নিওনাটাল বিভাগের কোনও শয্যা ছিল না। সেই কারণে তাঁকে সাও ফান্সিসকো জেভিয়ার (Sao Francisco Xavier) হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার মাঝেই আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই মহিলার। তার মাঝেই সি-সেকশন (C-Section) হয় ওই মহিলার, তাঁর সন্তান নিওনেটাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সেই সন্তান আপাতত সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।
কোন সিদ্ধান্তে তরজা:
গরমের ছুটির সময় ডাক্তার কম থাকায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল পর্তুগাল প্রশাসন (Portuguese government)। বেশ কিছু আপৎকালীন প্রসূতি বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের সঞ্চারও হয়েছিল সেদেশে। তীব্র বিরোধিতা করেছিল পর্তুগালের (Portugal) বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে কোনও গর্ভবতী মহিলাকে বাধ্য হয়ে দূরের কোনও হাসপাতালে যেতে হবে, তাতে বিপদে পড়তে পারেন গর্ভবতী এবং তাঁর সন্তান। ভারতীয় মহিলা পর্যটকের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। শয্যা না পেয়ে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝেই হার্ট অ্যাটাক হয় তাঁর।
তেমিদোর পদত্যাগপত্র গ্রহণ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা (Antonio Costa)। ২০১৮ সাল থেকে ওই পদের দায়িত্ব সামলেছেন তেমিদো। পর্যটক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সেদেশের প্রশাসন। কোভিডের সময় সেদেশের টিকাকরণের কাজে তাঁর ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন মার্তা তেমিদো।
আরও পড়ুন: আপনার ফোন কি জিও, এয়ারটেলের ৫জি পরিষেবা সাপোর্ট করবে ? এই সহজ কৌশলে পেয়ে যান উত্তর