সৌভিক মজুমদার, কলকাতা : হনুমানজয়ন্তী  ( Hanuman Jayanti ) বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court )। 'হনুমানজয়ন্তী নিয়ে কোনও রাজনৈতিক নেতা কোথাও কোনও বক্তব্য পেশ করবেন না' নির্দেশ আদালতের। সেই সঙ্গে বলা হল, 'হনুমানজয়ন্তীর জন্য কেন্দ্রের কাছে আধা সামরিক বাহিনী চাইবে রাজ্য, অবিলম্বে কেন্দ্রকে সাহায্য করতে হবে' , নির্দেশ হাইকোর্টের। 

হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন


সোমবার রাত থেকে রিষড়ায় ( Rishra )  অশান্তির ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন জানান শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) আইনজীবী। সেই মামলার শুনানি ছিল বুধবার। আদালতে রাজ্য প্রস্তাব দেয়,  মিছিল বা শোভাযাত্রা প্রশাসনের শর্ত উল্লঙ্ঘন করলে,দায়় সেই প্রতিষ্ঠান ও তার আধিকারিকদের। সেই সঙ্গে রাজ্যের আইনজীবী বলেন, 'কতজন শোভাযাত্রায় থাকবেন তা আগে থেকে পুলিশকে জানাতে হবে। শোভাযাত্রা শুরু এবং শেষ নির্দিষ্ট সময়ে করতে হবে'। সেই সঙ্গে জানানো হয়, 'পুরো রুট ব্যারিকেড করা এই মুহূর্তে সম্ভব নয়, স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড করা হবে'
এই মামলার শুনানিতেই মুম্বইয়ে গণেশ চতুর্থীর প্রসঙ্গে টানেন বিচারপতি। তিনি বলেন, ' মুম্বইতে গণেশ চতুর্থীর সময় ব্যারিকেড করে মিছিল নিয়ন্ত্রণ করে পুলিশ।' 

পরের বছর থেকে ১৫ দিন আগে অনুমতি চাইতে হবে : রাজ্য 


আদালতে রাজ্যের বক্তব্য ছিল, 'রাম নবমী এবং হনুমানজয়ন্তী রাজ্যে পালিত হওয়া সাধারণ উৎসবের মধ্যে পড়ে না। শেষ ৫ বছর ধরে এটা শুরু হয়েছে, অপরিচিত সংগঠন অনুমতি চাইছে। পরের বছর থেকে ১৫ দিন আগে অনুমতি চাইতে হবে। শেষ ৫ বছর ধরে যারা এই শোভা যাত্রা করছেন শুধু তারাই অনুমতি পাবেন'।

আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে : বিচারপতি 


সব শুনে বিচারপতি বলেন, 'যা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে রাজ্য পুলিশ একহাতে এই সমস্যার সমাধান করতে পারবে না। 'পাশের রাজ্য থেকে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে'। এছাড়াও হাওড়া হিংসা প্রসঙ্গে তাঁর মন্তব্য , 'ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ উঠছে, রাজ্যের গোয়েন্দা বিভাগ কী করছিল? এটা তাদের ব্যর্থতা ।' রুট মার্চ করতে হবে,সমস্ত বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জানাল কলকাতা হাইকোর্ট। 


আগেই এই মামলার শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন ! সামনে হনুমান জয়ন্তী, চাই প্রয়োজনীয় পদক্ষেপ '। ' চিকিৎসার থেকে প্রতিষেধক ভাল। গতবার গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে আমি শুনানি করেছি। গত ৮-৯ বছর ধরে কোনও ঘটনা ঘটেনি। সামনে হনুমান জয়ন্তী আসছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' , মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের।