NPS Update: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) আপনাকে অবসর গ্রহণের পরে আর্থিক নিরাপত্তা দেয়। সরকারি এই পেনশন স্কিমে টাকা রেখে আপনি নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। ২০০৪ সালের জানুয়ারিতে সরকারি কর্মচারীদের জন্য NPS শুরু করা হয়। যদিও পরবর্তীকলে ২০০৯-তে এই স্কিম সবার জন্য খুলে দেওয়া হয়। NPS দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল তৈরি করতে ও অবসর গ্রহণের পরে পেনশনের ব্যবস্থা করতে খুব কার্যকরী। সেই কারণে এনপিএস-এ বিনিয়োগ ক্রমাগত বাড়ছে।


National Pension System: এই স্কিমের নিয়ম কী ?
ন্যাশনাল পেনশন সিস্টেম বিনিয়োগকারীদের কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজ বা ইক্যুইটিতে বিনিয়োগের বিকল্প দেয়। আপনি যদি ১৮ থেকে ৭০ বছরের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন, তবে আপনি NPS-এ বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি আপনার কাজের বয়সে নিয়মিত অবদান রাখতে পারেন। পরবর্তীকালে ৬০ বছর বয়সে আপনি সঞ্চিত অর্থের একটি অংশ তুলতে পারবেন। বাকি টাকা নিয়মিত পেনশন হিসাবে পাবেন।


NPS Update: 'অটো' ও 'অ্যাক্টিভ' আসলে কী ?
এনপিএস গ্রাহককে স্কিমে বিনিয়োগ করার জন্য দুটি বিকল্প দেয়। এই দুটি হল 'অটো' ও 'অ্যাক্টিভ'৷ Auto মোডে গ্রাহকরা ফান্ড ম্যানেজারকে তাদের অর্থ যেখানে খুশি বিনিয়োগ করার স্বাধীনতা দেন। যেখানে Active মোডে গ্রাহক সম্পদ কোথায় রাখা হবে তা বলে দেন। 


NPS-এ অ্যাক্টিভ মোডে আপনি কী পাবেন ?


এই বিকল্পটি যারা তাদের নিজস্ব সম্পদ কোথায়-কোথায় রাখবেন তা নির্বাচন করতে চান তাদের জন্য দেওয়া হয়েছে। গ্রাহকরা সেই ক্ষেত্রে বিনিয়োগের বিকল্পের অনুপাত নির্বাচন করে দেন। যেখানে তাদের অর্থ পছন্দ অনুয়ায়ী বিভিন্ন সম্পদে ছড়িয়ে রাখা হয়। তবে এই সুবিধার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। কারণ আপনি চাইলেও সর্বাধিক সম্পদের ৭৫ শতাংশের বেশি স্টকে বরাদ্দ করতে পারবেন না। কয়েক বছর আগেও এই সর্বোচ্চ বৃদ্ধির পরিমাণ ছিল ৫০ শতাংশ।


এনপিএস-এ অটো মোড কী ?


অটো বরাদ্দের জন্য এনপিএসে তিনটি তহবিল রয়েছে (এনপিএস অটো চয়েস বিকল্প)। প্রথমে পাবেন ডিফল্ট মডারেট লাইফ সাইকেল ফান্ড দেয়। এতে, সর্বাধিক ইক্যুইটি বিনিয়োগ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত কনজারভেটিভ লাইফ সাইকেল ফান্ড, যা ইক্যুইটিতে মাত্র ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের অনুমতি দেয়। তৃতীয়টি হল, অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড, যেখানে আপনি ইক্যুইটিতে ৭৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।


National Pension System: তিনটি বিষয় মনে রাখবেন


আপনি যদি অ্যাক্টিভ চয়েস চান, তবে এটি করার আগে তিনটি জিনিস বিবেচনা করুন। প্রথমত, ফান্ড ম্যানেজাররা কি বিভিন্ন সম্পদে মূল্যায়ন করে সঠিক মূলধন বরাদ্দ করতে সক্ষম? দ্বিতীয়ত, যদি গ্রাহকের অন্য কোথাও বিনিয়োগ থাকে ও NPS কেবল তার সামগ্রিক পোর্টফোলিওর একটি অংশ হয়, তাহলে তারা কি অ্য়াক্টিভ মোডে যেতে পারেন ? তৃতীয়ত, ভবিষ্যতে যদি এনপিএস পোর্টফোলিও পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি কি তা করবেন ? আপনি যদি এই তিনটি শর্তে নিজেকে সাবলীল মনে করেন, তাহলে NPS-এ বিনিয়োগ করার জন্য আপনার অ্য়াক্টিভ মোড আপনার জন্য প্রযোজ্য। 


আরও পড়ুন : Income Tax Return: আয়কর রিটার্ন দাখিলের আগে হাতে রেখেছেন এই জিনিসগুলি, জেনে নিন কী কী লাগবে