কলকাতা: তৃণমূলের মুখপত্রে রাজ্যপালের কড়া সমালোচনা। 'জগদীপ ধনকড়ের পথ দ্রুত অনুসরণের পথে নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল। রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন। মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন,' রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে।


ফের বাইশের আঁচ লাগলো তেইশেও


 মুখ্যমন্ত্রীর সামনে বর্তমান রাজ্যপালের বাংলায় হাতেখড়ি শুরু হলেও, ফের বাইশের আঁচ লাগলো তেইশেও। গত কয়েকবছরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যের সম্পর্কে বারবারই এসেছে 'সংঘাত।' সে পয়লা বৈশাখই হোক, বঙ্গভঙ্গ ইস্যুই হোক, কিংবা রাজ্যাপলের সইয়ের ইস্যুতে হাওড়া পুরভোট। সবেতেই কমবেশি টানাপোড়েন দেখা গিয়েছে। এদিকে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি এবং সিভি আনন্দ বোসের উপস্থিতিতে সদ্য মুখ্যমন্ত্রীর সেন্ট জেভিয়ার্স থেকে ডি লিট প্রাপ্তি, এসব ঘিরে সম্প্রতি গুঞ্জন চলছিল রাজনীতির বটবৃক্ষের আড়ালে আবডালে। কিন্তু ক্ষণিকের তীর্যক গ্রাফে আচমকাই পরিবর্তন। এবং মূলত তার শুরু  নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) ইস্যু দিয়েই বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল'


প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। সূত্র মারফত খবর, রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের ইচ্ছায় সরানো হয় তাঁর প্রধান সচিবকে। আর এই বিষয়েই এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ, এদিন এমনটাই দাবি শুভেন্দুর। তিনি এও বলেন, 'আশাকরি ধনকড়দের দেখানো পথেই চলবেন।' এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের রসায়ন নিয়ে অসন্তোষের আবহ তৈরি হয় বঙ্গ বিজেপির অন্দরে।


আরও পড়ুন, সাগরদিঘিতে ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ


তবে শুভেন্দুর দাবি করা কথা অনুযায়ী, 'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল', এই ট্র্যাকটা আসলে কী ? প্রশ্ন তুলে চাপান উতোর রাজনৈতিক মহলে। মূলত এর আগে রাজ্যপালের পদ ধনখড় থাকাকালীন, একুশের বিধানসভা ভোট থেকে শুরু করে পুরভোট সকল ইস্যুতেই মূলত রাজ্য ও রাজ্যপালের 'সংঘাত' দেখেছে বাংলা। এবং শাসকদলের তরফে দাবিও করা হয়েছে, বিরোধী দলের সপক্ষে থাকার প্রসঙ্গও। তবে তেইশে রাজ্য ও রাজপালের 'নয়া সমীকরণ' দেখে বাংলা। সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি নিয়ে  প্রশংসায় পঞ্চমুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা ক্ষণিকেই বদলাতে শুরু করে। আর এবার এই ইস্যুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে।