ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও আবীর দত্ত, কলকাতা: রাজ্যে (West Bengal) নিম্নমুখী দৈনিক সংক্রমণের হার (Daily Corona Case)। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন, আমরা কি করোনার থার্ড ওয়েভের (Third Wave) শিখর পার করে ফেলেছি? যদিও, এটা এখনই বলার সময় আসেনি বলেই মত চিকিৎসকদের একাংশের।
রাজ্যে কমতে (West Bengal) শুরু করেছে করোনা সংক্রমণের হার, আর তাই প্রশ্ন উঠছে। তাহলে কি আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে ফেলেছি? আশার আলো কি ফুটতে শুরু করেছে? বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্বের অন্যান্য দেশে দেখা গেছে, করোনার সংক্রমণ বৃদ্ধির আড়াই থেকে ৩ সপ্তাহ পর তা নিম্নমুখী হয়েছে। বর্তমানে কি আমরাও সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? চিকিৎসক অজয় সরকার বলেন, “আমাদের এখানে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হয়েছে, এখন জানুয়ারির মাঝামাঝি সময়, পৃথিবীর অন্য জায়গায় যা দেখা গেছে, ৩ থেকে ৪ সপ্তাহ পিক থাকছে, তারপর ফল করছে। আমাদের এখানেও আশা করা যায়, আর দিন সাতেক পর থেকে পরিস্থিতি বদলাবে।’’
চিকিৎসকদের একাংশের মতে, আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে এসেছি কি না, তা বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ, অনেকেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে, তা আপলোড করছেন না। ফলে, আসল ছবিটা সামনে আসছে না। এবিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, থার্ড ওয়েভের পিক চলে গেছে, এটা বোঝার মত জায়গায় আমারা এখন নেই। চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বড় অংশের মানুষ টেস্ট করাচ্ছেন না। পরীক্ষা না করালে, তাহলে গ্রাফ আমাদের এখানেও কমবে।’’
IIT কানপুরের গবেষকদের দাবি, জানুয়ারির মাঝ থেকে দেশে কোভিড সংক্রমণ শীর্ষে উঠে, জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংক্রমণ দ্রুত কমতে শুরু করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল মঙ্গলবার বাংলায় দৈনিক আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০। সোমবার ছিল ৯ হাজার ৩৮৫। অর্থাৎ দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল। এই অবস্থায়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে বলেছেন, ওমিক্রন স্ট্রেনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে ICMR’র তথ্য বলছে, একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কোভিড টেস্টের সংখ্যা কমছে। এই প্রেক্ষাপটে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অবশ্য বলছে, সোমবারের তুলনায় মঙ্গলবার কোভিড টেস্ট বেড়েছে।
আরও পড়ুন: KMC: মানুষের সমস্যা শুনতে নয়া উদ্যোগ, কাউন্সিলর স্টেশন চালু কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে