কলকাতা : মাঘের শুরুতেও খামখেয়ালি শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি-শুক্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গেই। ফলে বর্ষাতি নিয়ে বের হতে হবে জানুয়ারির শেষ লপ্তে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া।

  • ফের বাড়বে তাপমাত্রা।
  • শীতের আমেজ আরও একবার গায়েব হওয়ার সম্ভাবনা। 
  • সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
     


    এক নজরে দেখে নিন, কেমন থাকতে পারে শহর কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া 

    দিন সর্বনিম্ন 
    তাপমাত্রা
    সর্বোচ্চ
    তাপমাত্রা
    সারাদিন কেমন কাটবে
    ১৯-Jan ১৩.0 ২৩.০ সকালে কুয়াশা , তারপর পরিষ্কার আকাশ
    ২০-Jan ১৩.0 ২৩.০ পরিষ্কার আকাশ , হালকা বৃষ্টি
    ২১-Jan ১.0 ২৩.০ পরিষ্কার আকাশ , হালকা বৃষ্টি
    ২২-Jan ১৫.0 ২২.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
    ২৩-Jan ১৬.0 ২৩.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
    ২৪-Jan ১৭.0 ২৪.০ মেঘলা আকাশ, ভারী বৃষ্টি

    সূত্র - https://www.imdkolkata.gov.in/