কলকাতা: মুখ্যমন্ত্রীর সোমবারের কড়া বার্তার পর দিকে দিকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। এরপরেই আজ পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তুললেন একাধিক প্রশ্ন।


 মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে কী প্রশ্ন শুভেন্দুর ?


এদিন শুভেন্দু বলেন, 'আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মাননীয়া মুখ্যমন্ত্রী এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দিঘা ? নাকি কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট ? আপনার সওকত মোল্লা-শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তি, গোসাবা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরীব লোকগুলি কলকাতায় এসে, সামান্য হকারি খায়, তাঁদের জন্য ? নাকি এটা গোটা রাজ্য়ে আপনার কোনও নীতি-নিয়ম বা কোনও SOP তৈরি হয়েছে ? '


' প্রথমে SOP তৈরি করুন, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে, আইনি নোটিস দিন'


শুভেন্দু আরও বলেন,' আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলব, আপনি প্রথমে SOP তৈরি করুন।আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে ভূমি রাজস্ব দফতরে, নোডাল ডিপার্টমেন্ট করে আগে সরকারি জমি চিহ্নিত করুন। আপনি জনগণকে সঠিকভাবে নোটিস দিন।তাঁদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে, আইনি নোটিস দিন।'


'....এটা হল আপনার গাত্রদাহের আসল কারণ', কী নিয়ে বললেন শুভেন্দু ?


অন্যদিকে, শুভেন্দু মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে, পুরনো ইভিএম মেশিনগুলিতে ভোট করিয়ে ছাপ্পা মেরে যে জিতেছিলেন, এবারের ভোটে সেটা প্রমাণ হয়েছে, সেই কারণ কলকাতা পুরসভা সহ ৬৯ টি পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে।এটা হল আপনার গাত্রদাহের আসল কারণ..।'


আরও পড়ুন, শিলদা EFR ক্যাম্পে হামলায় জেলবন্দি, Ph.D-র জন্য ইন্টারভিউ প্রাক্তন মাওবাদী নেতার..


মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শুরু উচ্ছেদ অভিযান


মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের। বেহালা, নিউটাউন, আলিপুর, হাওড়া থেকে সিউড়ি, আলিপুরদুয়ার-ফুটপাথ দখলমুক্ত করতে নামল বুলডোজার। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার । অ্যাপোলো হাসপাতালের সামনেও নামল বুলডোজার। হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারেও বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান। ফুটপাথ দখলমুক্তে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ-পুরসভা। সরেজমিনে নামলেন সিপি। আগামীকাল নবান্নে ডিএম-এসপি-সচিবদের সঙ্গে বৈঠক। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।