কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (University of Burdwan  ) এসে ইতিহাসে পিএইচডি (Ph.D) করার জন্য ইন্টারভিউ দিলেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম (Former Maoist Leader Arnab Dam)। আজ সকালে ইন্টারভিউের জন্য, হুগলি সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।


Ph.D-র জন্য ইন্টারভিউ দিলেন জেল বন্দি প্রাক্তন মাওবাদী নেতা 


জানা গিয়েছে, এর আগে তিনি ইগনু (IGNOU) থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এমনকি কি তিনি সেট পরীক্ষায় বসে তিনি উত্তীর্ণ হন। সেট পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য তিনি সরাসরি ইন্টারভিউতে ডাক পান। চুঁচূড়া সংশোধনাগার কতৃপক্ষ অর্ণবের পিএইচডি (PHD) করার ইচ্ছার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে জানায়। সেই মতো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায় আইন মেনে তিনি পিএইচডি করতেই পারেন।


কীভাবে আবেদন ?


এরপরই সংশোধনাগার কতৃপক্ষের মাধ্যমে অর্ণব আবেদন জানায় পিএইচডি করার জন্য।তিনি সরাসরি সেট উত্তীর্ণ হওয়ায় তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।সংশোধনাগার কতৃপক্ষ, আজ সকাল ৯.৩০ মিনিট নাগাদ, তাঁকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়। তারপর ইন্টারভিউ হয়ে যাবার পর, কিছুক্ষণের মধ্যেই, তাঁকে নিয়ে চলে যায় সংশোধনাগার কতৃপক্ষ।


শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত ছিলেন অর্ণব দাম


অর্ণব পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত ছিলেন। গত ২৯ ফেব্রুয়ারি সাজা ঘোষণার পর প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল এবং তারপর চলতি বছরের  ১৭ মার্চ থেকে হুগলি জেলে বন্দি রয়েছেন। জেলে তিনি Ph.D করার সুযোগ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিচারক সেটা তার আদেশে নথিভুক্তও করে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা বিবেচনা করতে বলেছিলেন।কিন্তু জেলে আসার পর, কেউ তার আবেদনকে বিশেষ পাত্তা দেয়নি বলে সূত্রের খবর। সেজন্য অর্ণব অনশন শুরু করবেন, বলে ঘোষণা করেন। 


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের পূর্বাভাস, আপনার জেলায় কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ?


কী নিয়ে PHD করতে চান জেল বন্দি অর্ণব


এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে, হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। কারা কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় ইন্টারভিউর ব্যবস্থা হয়। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে মৌখিক ইন্টারভিউ দেন।হুগলি জেল সূত্রে খবর,জেলের ভিতরে লাইব্রেরি আছে, সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করেন অর্ণব। মৌখিক ইন্টারভিউতে পাশ করলে ইতিহাসে গবেষণা করবেন বলে জানা গিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।