সৌভিক মজুমদার, অমিত জানা ও কৃষ্ণেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে, বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ২ বছর পার হলেও, এখনও FIR দায়ের না হওয়ায় বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন। শনিবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।


বৃহস্পতিবারের পর শুক্রবার। আদালতে ফের ভর্ৎসিত রাজ্য সরকার। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ করেছে পরিবার।কিন্তু, ২ বছর পার হলেও, এখনও FIR দায়ের হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন,খুনের অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ খুঁজে পেলেন না? এরপরই ক্ষুব্ধ বিচারপতি বলেন, রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন। 


২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর, ২০ অগাস্ট,পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রর মৃতদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। তাঁদের অভিযোগ,খুনের আগে একাধিকবার হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় জানাতে গেলে পুলিশও তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয় বলে অভিযোগ।


এরপরই দুবার পুলিশ বাড়িতে এসে তৃণমূলে যোগদানের জন্য শাসিয়ে যায়। হাইকোর্টে যে মামলা হয়েছে, সেখানে পরিবারের দাবি,খুনের পরের দিন পুলিশকর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় এবং দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে বলে জানায়। এমনকী, পুলিশ খুনের অভিযোগ নিতে অস্বীকারও করে বলে অভিযোগ পরিবারের।  এরপরই, পরিবারের তরফে পুলিশ সুপার, SDPO, IC এবং CBI এর কাছে লিখিত করা হয়। কিন্তু, কেউই কোনও পদক্ষেপ করেনি এবং FIR-ও রুজু করা হয়নি বলে মামলায় দাবি করেছে মৃতের পরিবার। 


আরও পড়ুন, রাস্তায় ১০০০ দিন! মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ SLST মহিলা চাকরিপ্রার্থীর


মৃতের আত্মীয় আশালতা পাত্র বলেছেন, আমার দেওর বিজেপি করত। শত্রুতা ছিল, তৃণমূল ধমক-চমক দিত। থানায় অভিযোগ করতে গেছিলাম, অভিযোগ নেয়নি। তাই আদালতে গিয়েছি। এদিন আদালতে রাজ্য সরকারের তরফে বলা হয়, এই ঘটনায়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে SDPO তদন্ত করেছেন। এরপরই, FIR দায়ের না হওয়া নিয়ে, বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। ২ বছর পার, 'খুনে' দায়ের হয়নি FIR। বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত।