সৌভিক মজুমদার, কলকাতা: আগামী সপ্তাহে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন ! বিস্ময়প্রকাশ করে বললেন বিচারপতি (Justice)। পুজোর আগে মানুষের অসুবিধার কথা ভেবে মিছিলের অনুমতি দিতে রাজি নয় রাজ্য সরকার (West Bengal Govt)। 


হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষকদের সংগঠন


শিক্ষকরা ক্লাস না করিয়ে মিছিলে অংশ নেবেন, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের একটি মিছিলের অনুমতি সংক্রান্ত মামলায়, বৃহস্পতিবার এভাবেই বিস্ময়প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। একাধিক দাবিদাওয়া নিয়ে ১৩ অক্টোবর মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষকদের এই সংগঠন। আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এই রুটে তাঁদের মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। 


রাজ্য সরকারের 'এই যুক্তির' সঙ্গে একমত হননি বিচারপতি


এদিন, বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ৩ হাজার শিক্ষক দিনের ব্যস্ত সময়ে শহরে মিছিল করলে অনুমতি দেওয়া সম্ভব নয়। রাজ্য এবং অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে আলোচনা করে বিকল্প রুটের সন্ধান দিলে  বিবেচনা করে দেখতে পারে আদালত। কিন্তু, আদালতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, পুজোর আগে মিছিল করলে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। যদিও রাজ্য সরকারের এই যুক্তির সঙ্গে একমত হননি বিচারপতি। মহালয়ার আগে মিছিল হতেই পারে বলে মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। 


আরও পড়ুন, দেশের একাধিক শহরে ১০০-র নিচে পেট্রোল, কী দর কলকাতায় ? 


গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের ইস্যুতেও জলঘোলা হয়েছিল


প্রসঙ্গত, সম্প্রতি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের ইস্যুতেও জলঘোলা হয়েছিল। 'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। এবং সেই মতোই হয়েছিল। কিন্তু মিছিলের রুট নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। এরপরেই আদালত প্রশ্ন তুলেছিল  'রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়', কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায় ?' । ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। যদিও শেষ অবধি কোনও যুক্তিই ধোপে টেকেনি। হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের আবেদন খারিজের পর শেষঅবধি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল সংগঠিত হয়। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই,  জানিয়েছে আদালত (Court)।