কলকাতা: 'স্কুলে চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন কুন্তল'। জেরার মুখে স্বীকার করলেন তৃণমূলের যুব নেতা। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। আকাশপ্রমাণ ষড়যন্ত্র হয়েছে বলেও, দাবি করেছেন ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বাড়িতে তল্লাশির পর এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে ইডি। সকাল ১১.৩০: ইডি দফতরে হাজিরার কথা ছিল হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। অন্যদিকে গতকাল জিজ্ঞাসাবাদের পর আজ ইডির তলবে সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তাপস মণ্ডল। 


কুন্তলের ফ্ল্যাটে যাতায়াতের কথা স্বীকার করেছেন তাপস মণ্ডলও, 'গতকাল মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার তাপস-কুন্তলের। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তাপস-কুন্তল বচসা। জিজ্ঞাসাবাদের বারবার উঠে আসে গোপাল দলপতির প্রসঙ্গ। কুন্তলের দাবি টাকা নিয়েছিলেন তাপস-ঘনিষ্ঠ গোপাল। পরিচয় থাকলেও গোপালের সঙ্গে লেনদেনের বিষয়ে জানতেন না বলে এদিন দাবি করেন তাপস। আজ ফের ২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। তলব করা হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। তাপস-কুন্তল-শান্তনুকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, খবর ইডি সূত্রের।


আজ কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের সঙ্গে প্রথমবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যুব তৃণমল নেতা ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কেও। বলাগড়ের এই তৃণমূল নেতার বিরুদ্ধেও উঠেছে টাকা লেনদেনের অভিযোগ। ইডি সূত্রে খবর, আজ শান্তনুকে প্রথমে একা, তারপর কুন্তল ও তাপসের সঙ্গে বসিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তনুর সম্পত্তির হিসেবের তালিকা, টাকার উৎস নিয়ে জানতে চাইবেন আধিকারিকরা।   


স্কুলে চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন তিনি। ইডির জেরার মুখে স্বীকার করেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। পাশাপাশি, তাঁর বাড়িতে যে যাতায়াত ছিল, তা স্বীকার করলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গতকাল কুন্তল ও তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের সামনেই কার্যত বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা। একে অপরের দিকে অভিযোগ তুলতে থাকেন। কুন্তল দাবি করেন, তাঁর ফ্ল্য়াটে থাকতেন তাপস মণ্ডল।


পাল্টা তাপস দাবি করেন, কুন্তলের বাড়িতে ২-১ দিন গেছিলেন তিনি। তবে থাকার কথা মিথ্যা। ইডি সূত্রে খবর, তাপস ও কুন্তলকে মুখোুখি জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে গোপাল দলপতির প্রসঙ্গ। কুন্তল দাবি করেন, টাকা নিয়েছিলেন তাপস ঘনিষ্ঠ গোপালও। কিন্তু তাপস মণ্ডলের দাবি, গোপাল তাঁর সঙ্গে থাকলেও, টাকা লেনদেনের ব্য়াপারে তিনি কিছুই জানতেন না। উল্লেখ্য, একটি চিটফাণ্ড মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছে গোপাল দলপতি, তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। আজ ফের মুখোমুখি জিত্রাসাবাদ করা হবে কুন্তল ও তাপসকে। এদিকে ইডি সূত্রে খবর, কুন্তল জেরায় জানিয়েছেন, তাঁর নামে টাকা নেওয়ার যেসব রিসিপ্ট কপি রয়েছে, সেখানে সব সই তাঁর নয়। তাঁর দাবি, সই জাল করা হয়েছে। তাহলে কে বা কারা সই জাল করে টাকা নিয়েছিল? জানতে সই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ইডি সূত্রে দাবি, কুন্তল জেরায় প্রভাবশালী যোগ অস্বীকার করেছে। কোনও প্রভাবশালী ব্য়ক্তিকে টাকা দিয়েছিলেন কিনা, সে নিয়ে মুখ খুলছেন না যুব তৃণমূল নেতা। প্রাথমিকভাবে ইডির অনুমান তথ্য গোপন করছেন কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তলকে জেরায় উঠে এসেছে আরও বেশ কয়েকটি নাম। যদিও  সেই নামগুলি এখনও প্রকাশ্যে আনা হয়নি। কুন্তল হেফাজতে থাকাকীলন, তাঁদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।