কলকাতা: 'শাহরুখ খান যেখানকার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই ভাষার ছবি আমরা চালাতে পারছি না। আমার মনে হয় এই খবর উনি জানেন না।' কথাগুলি বলছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gagnguly)। আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান'। কিন্তু সেই ছবির জন্য নাকি বাংলার হলে জায়গা পাচ্ছে না বাংলা ছবিই।                                                 


আপাতত 'আরও এক পৃথিবী' ছবির প্রচারে ব্যস্ত কৌশিক গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ও অভিনীত ছবি 'কাবেরী অন্তর্ধান' (Kaberi Antardhaan)। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে হাউজফুলও হয়েছে এই ছবি। কিন্তু অভিযোগ, 'পাঠান'-এর ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে 'পাঠান' চলবে, সেখানে চালানো যাবে না আর কোনও বাংলা ছবি। আর তাই, সদ্য মুক্তি পাওয়া বাংলা ছবিগুলির শো -এর সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিছু হল থেকে সরিয়েও দেওয়া হয়েছে ছবি।                                       


আরও পড়ুন: Shaheb on Pathaan: 'বান্দ্রায় বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলায় বাংলা ছবি চলবে না', 'পাঠান' নিয়ে প্রতিবাদে সরব সাহেব                                                                                                                                                                               


গতকাল একটি ফেসবুক লাইভ করে কৌশিক বলেন, 'যে সমস্ত হল মালিকেরা শাহরুখ খানের ছবি চালাচ্ছেন, তাঁদের অবস্থাও বোঝার চেষ্টা করছি আমি। ওরকম ছবি ভোর ৫টার শো-তেও হাউজফুল হয়ে যাবে। করোনার সময় প্রেক্ষাগৃহ যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাঁরা এই সুযোগ কী করে ছাড়বেন। পাঠান এমন একটা ছবি, যেটা আমরা সবাই দেখব। যাঁদের এই ছবির জন্য ব্যবসায় ক্ষতি হচ্ছে তাঁরাও পাঠান দেখবে। একজন সিনেমাকর্মী হিসেবে আমিও চাই শাহরুখ খানের এই ছবিটি সাফল্য পাক। কিন্তু যে সংস্থা মুম্বইতে বসে এমন নিয়ম জারি করেন, তাঁদের হাতে ১০ হাজার হল। আমাদের হাতে ৪০ থেকে ৫০টা হল মাত্র। যদি সেখানেও ছবি দেখাতে না পারি, তাহলে বাংলা ছবি বেজিং, রেঙ্গুন নাকি নিয়ারাগুয়া গিয়ে চালাব?