তুহিন অধিকারী, বাঁকুড়া: হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ। হাসপাতাল জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা রোগীর আত্মীয়দের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। 


আবর্জনার স্তূপ: বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল (Bishnupur Super Specialty Hospital) চত্বরে পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। হাসপাতালের মূল দরজার পাশেই চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য। যা রীতিমতো স্তূপের আকার ধারণ করেছে। হাসপাতালজুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা। হাসপাতালে ব্যবহৃত ইনজেকশন, সিরিঞ্জ, রক্তমাখা গজ, তুলো, স্যা লাইনের বোতল, ব্লাড পাউচ, ডাক্তারদের ব্যবহার করা হ্যান্ড গ্লাভস, ব্লাড টেস্টের ভায়েল পড়ে আবর্জনার স্তূপে।                                                 


সূত্রের খবর, এই আবর্জনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য। যে কারণেই হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে এই আবর্জনা। রোগীর আত্মীয়দের দাবি, দ্রুত এই আবর্জনা পরিষ্কার করা হোক হাসপাতাল চত্বর থেকে। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, "চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য নিয়ে তাদের একটি সমস্যা ছিল। সেটা মিটে গিয়েছে। যে এজেন্সি এগুলো নিয়ে যেত তাদের অর্ডার সংক্রান্ত একটি সমস্যা হয়েছিল। তবে ইতিমধ্যেই ওই সংস্থা কাজ করতে শুরু করেছে। খুব শীঘ্রই পরিষ্কার করা হবে।''                                 


এদিকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। গত সপ্তাহেও বেড়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ছিল ১ হাজার ৩৫০। ডেঙ্গি আক্রান্তর সংখ্যায় এগিয়ে উত্তর ২৪ পরগনা, গত সপ্তাহে আক্রান্ত ৪০০। নদিয়ায় গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩৫০। হুগলিতে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৫ হাজার ৭৫১। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি স্বাস্থ্য সচিবের।                 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Governor: 'বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা,' এবার রাজ্যপালের মুখে 'পিস ট্রেন' প্রসঙ্গ