কলকাতা: 'পিস রুম'-এর পর এবার রাজ্যপালের (Governor) মুখে 'পিস ট্রেন' প্রসঙ্গ। 'বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা,' রেলের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ সি ভি আনন্দ বোসের। কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর প্রস্তাব। 



রেলমন্ত্রীকে পিস ট্রেন চালাতে অনুরোধ:  রাজভবনে 'পিস রুম','অ্য়ান্টি করাপশন সেলে'র পর, এবার রাজ্য়পালের মুখে 'পিস ট্রেন'। পঞ্চায়েত ভোটে রাজ্য়ে বেনজির হিংসা নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছিলেন রাজ্য়পাল। বাংলার রাজনীতিতে দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। আগেও একাধিকবার রাজ্য়পালের মুখে শোনা গেছিল এই কথা। রবিবার শিয়ালদায় রেলের অনুষ্ঠানে গিয়ে ফের একবার এই মন্তব্য় করলেন রাজ্য়পাল। পাশাপাশি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত পিস ট্রেন চালানোর অনুরোধ করলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, “বাংলার সবথেকে বড় শত্রু হিংসা ও দুর্নীতি। আমরা অশ্বিনী বৈষ্ণবকে কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত 'পিস ট্রেন' চালানোর জন্য় অনুরোধ করব।’’

এর আগে, পঞ্চায়েত ভোট ঘিরে রাজনৈতিক হিংসার প্রেক্ষাপটে রাজ্যবাসীর অভিযোগ শুনতে রাজভবনে 'পাবলিক পিস রুম' খুলেছিলেন রাজ্য়পাল। এরপর, নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ জানানোর জন্য়, রাজভবনে নজিরবিহীনভাবে অ্য়ান্টি করাপশন সেল খুলেছিলেন সিভি আনন্দ বোস। এবার, রাজ্য়ে পিস ট্রেন চালানোর ভাবনা রাজ্য়পালের। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্য়পাল বিজেপির দালালি করছেন। রাজ্য়পাল রাজভবনের টাকায় নিজের বই প্রকাশ করেছেন। কার টাকায় করেছেন তদন্ত চেয়েছি।’’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভারতবর্ষের কোথাও এখনও রাজনীতিতে হিংসা নেই। কেরলে বিক্ষিপ্ত কিছু আছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। প্রমাণ করে, মোদির হিংসা বিহীন নির্বাচন, দুর্নীতি বিহীন প্রশাসন, এটা রাজনীতিবিদও চাইছেন।’’


এদিকে গতকালই বন্দিমুক্তি নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্য়া চেয়েছেন রাজ্যপাল। গতবছর স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের যাঁরা কঠোরভাবে সাজাপ্রাপ্ত নন ও যাঁদের আচরণ ভাল সেই সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য চিঠি পাঠায়। প্রশাসন সূত্রে খবর, এবার রাজ্যের ৭১ জন বন্দীদের মুক্তির সুপারিশ করা হয় এবং এ রাজ্যের জেলে এমন ১৬ জন বিদেশি বন্দি রয়েছে তাদের মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠায় কেন্দ্র। এই প্রেক্ষিতে কোন বন্দিদের, কীসের ভিত্তিতে মুক্তি? এ বিষয়ে রাজ্য়ের কাছে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রের প্রস্তাবের চিঠি-সহ সমস্ত তথ্য রাজভবনে পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Madan Mitra: 'নেতা-মন্ত্রীরা নন, দলকে বাঁচালে কর্মীরাই বাঁচাবেন', ফের বিস্ফোরক মদন মিত্র