সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে (Alipur Court) শুনানি হবে। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কল্যাণময় গঙ্গোপাধ্যায় (KalyanmoY Ganguly), শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা ও ২ মিডলম্যানের ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি হওয়ার কথা। পার্থ চট্টোপাধ্যায়দের জেল হেফাজতের মেয়াদের পর আজ ফের শুনানি। ধৃতদের জামিনের আবেদনের বিরোধিতা করা হবে বলে সিবিআই (CBI) সূত্রে খবর। 

নিয়োগ বাতিল ইস্যুতে নয়া মোড়। ২৬৯ জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের প্রমাণ পেয়ে যাঁদের নিয়োগ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিতে টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, তাঁদের পুনরায় বহাল করা অবশ্য হয়নি। অন্তর্বর্তী রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

 কলকাতা হাইকোর্টের নির্দেশ: প্রসঙ্গত, ২০১৪’র প্রাথমিক টেট দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই CBI তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্তও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। টেট দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) তদন্ত প্রসঙ্গে সুপ্রিম কোর্টে চলা মামলার রায় দেওয়ার মাঝে যে হাইকোর্টের যে নির্দেশেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল হওয়া ২৬৯ জনকে সুযোগ দিয়েছে তাঁরা নির্দোষ প্রমাণ করার। উপযুক্ত প্রমাণ বা হলফনামা দিয়ে সেটা তাঁদের জানাতে হবে। তেমনটা না করতে পারলে আখেরে তো প্রমাণ হয়েই যাবে প্রশাসনের সাহায্যে দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে চাকরি পেয়েছিলেন তাঁরা।

চার সপ্তাহে রিপোর্ট তলব: সুপ্রিম কোর্ট তাঁদের রায়ে জানিয়ে দিয়েছে, টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। তবে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। তাদের ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যর অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ দিলেও মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।