কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোল দে, কলকাতা: গরু পাচার, কয়লা পাচার সংক্রান্ত অভিযোগ নিয়ে বারবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিয়োগ-দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু। এবার তারই জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ দেগেছেন শুভেন্দুও।

কী বলেছিলেন শুভেন্দু: 
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'স্ক্যামে ৩ হাজার কোটি টাকা উঠেছে। ২ হাজার কোটি টাকা ভাইপো নিয়েছে।'


অভিষেকের জবাব:
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, 'ওনাকে ধরা উচিত। উনি সব জানেন। ওনার কাছে যদি কোনওরকম কোনও তথ্য় থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে গিয়ে জমা দাও। কে বারণ করছে!'


শনিবার শুভেন্দু অধিকারীকে ফের সরাসরি চ্য়ালেঞ্জ ছোড়েন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তারপরই আবার পাল্টা মুখ খোলেন শুভেন্দু অধিকারীও। অভিষেক বলেন, 'আমি বলছি, এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য় বা তদন্তে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু, দশ পয়সার লেনদেন। গরু-কয়লা-এসএসসি, আমার পিছনে ইডি-সিবিআই (CBI) লাগাতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্য়ুবরণ করব। একই কথা বলে গেলাম।' পাল্টা শুভেন্দু বলেন, 'আমি ভাইপোকে তিনটে প্রশ্ন করতে চাই। রুজিরা নারুলার অ্য়াকাউন্ট ব্য়াঙ্ককে আছে, সেখানে কয়লার টাকা ভাটের মাধ্য়মে গিয়েছে, রুজিরা কে হয়? দ্বিতীয় প্রশ্ন, মেনকা গম্ভীর, যাকে ইডি একাধিকবার ডেকেছে, তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত, তার সঙ্গে কী সম্পর্ক? লিপস অ্য়ান্ড বাউন্সের ২০১৪ অবধি ডিরেক্টর কে ছিল?'


দুর্নীতি তরজা:
গরু পাচার-কয়লা পাচার (Coal Smuggling) নিয়ে তরজা চলেছে বহুদিন। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়েও শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল তরজা দেখা গেল। নাম না করেই আক্রমণের যে ঘটনা চলে আসছে, সেটাই ফের দেখা গেল। 


ইতিমধ্য়েই নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ। দফায় দফায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরও এক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়।  ইডি সূত্রে দাবি, যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথিতে দেখা গিয়েছে, বিভিন্ন সময় একাধিক কোম্পানিতে মোটা টাকা বিনিয়োগ করেছেন শান্তনু। সেই সংস্থাগুলোর কি আদৌ কোনও অস্তিত্ব আছে? না কি সবই ভুয়ো সংস্থা? তা খতিয়ে দেখা হচ্ছে। মোটা অঙ্কের যে বিনিয়োগ হয়েছে, সেই অর্থ শান্তনুর কাছে কীভাবে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। এমনকী তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা অ্যাকাউন্ট থেকেও মোটা অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি।


গরু পাচার মামলায় প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র থেকে নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষ কিংবা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যে ঘটে যাওয়া একের পর এক কেলেঙ্কারিতে, তৃণমূল নেতাদের নাম জড়ানো নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। 


বামেদের কটাক্ষ:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'কুন্তুল-তাপস সব ফেরেব্বাজ। অভিষেকের ঘনিষ্ঠ। অভিষেককে জিজ্ঞাসাবাদ করুক। তার কিছুদিন আগে আরেক যুব নেতা ভানুয়াতু পালাল।'


আরও পড়ুন: তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম করে জমি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ !