সমীরণ পাল, শ্যামনগর (উত্তর ২৪ পরগনা) : তৃণমূল বিধায়কের (TMC MLA) ভাইয়ের নাম করে উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) শ্যামনগরে জমি ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। থানায় তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়কের ভাই। প্রাথমিক তদন্তে ঘটনায় বিধায়কের ভাইয়ের কোনও যোগসূত্র মেলেনি বলে জানিয়েছে পুলিশ।


পেটে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ! কাজ বন্ধ রাখার জন্য চাপ ! এক জমি ব্যবসায়ীকে এভাবেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।


ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাঁসিয়া ঘোষপাড়ায় জমি প্লটিংয়ের কাজ করছেন রামমোহন পল্লির বাসিন্দা পেশায় জমি ব্যবসায়ী সমীর চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে তিন দুষ্কৃতী এসে কাজ বন্ধ রাখতে বলে। জগদ্দলের তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্য়বসায়ীর দাবি, বচসা চলাকালীন এক দুষ্কৃতী পেটে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। 


অভিযোগকারী ব্যবসায়ী সমীর চট্টোপাধ্যায়ের বক্তব্য, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের সঙ্গে দেখা করার পর কাজ করতে হবে। বিধায়কের ভাই কিছু করেননি, তাঁর নাম করে হুমকি। বচসা চলাকালীন একজন পেটের ওপরে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।


যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়কের ভাই। সঞ্জয় শ্যামের বক্তব্য, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। যিনি অভিযোগ করছেন, তাঁকে তিনি চেনেন না। প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নিক।


ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।


এদিকে পুলিশ সূত্রে খবর, ৩ দুষ্কৃতীর নামে অভিয়োগ দায়ের করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছে দুই দুষ্কৃতী। অভিযোগপত্রে বিধায়কের ভাইয়ের নাম নেই। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে বিধায়কের ভাইয়ের কোনও যোগসূত্রও মেলেনি। 


সম্প্রতি শাসকদলের মদতে জোর করে ব্যবাসীয়দের থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে গেছে উত্তর ২৪ পরগনারই অশোকনগরে। শাসকদলের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। অশোকনগর স্টেশন, গোলবাজার এলাকা জুড়ে এই পোস্টারে রয়েছে ছাত্র পরিষদের নাম। তাতে অভিযোগ তোলা হয়েছে, নানা অনুষ্ঠানের নামে স্থানীয় ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। নেপথ্যে শাসকদলের মদত রয়েছে বলে ভয়ে মুখ খুলছেন না ব্যবসায়ীরা।


আরও পড়ুন ; চাঁদার নামে 'জুলুমবাজি'র অভিযোগ! শাসকদলের বিরুদ্ধে পোস্টার পড়ল অশোকনগরে