সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) যখন ভারী বৃষ্টি (Heavy Rain), দক্ষিণবঙ্গের (South Bengal) নানা জেলায় তখন মেঘলা আকাশ, সঙ্গে হালকা (Light To Moderate Rain) থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। একই রাজ্যের দুই প্রান্তে এমনই দুই ছবি বর্ষার।


কী পূর্বাভাস?
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা আম্বালা-বরেলি-গোরক্ষপুর-ধানবাদের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্য একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত, যেটি কিনা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরই জেরে উত্তরবঙ্গে টানা অতি ভারী বৃষ্টি চলছে। আগামী ২৬শে অগাস্ট, শনিবার পর্যন্ত এমনই ভারী বৃষ্টি চলার কথা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। তবে তার আগে, আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ওই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
অন্য দিকে, আপাতত যা দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে আজ ও কাল মেঘলা আকাশ থাকার কথা। সঙ্গে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তার মধ্যে সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ। গত কাল সকাল সাড়ে৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


আরও পড়ুন:চন্দ্রাভিযানে জেলার জয়জয়াকার, প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উত্তরপাড়ার জয়ন্ত লাহা