সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নৃশংস খুন তপনে। গৃহবধূকে খুন করে দেহ টুকরো টুকরো করে মিশিয়ে চাষের জমিতে। গায়ে কাঁটা লাগানো এমন খুনের অভিযোগ উঠল তপনে।
ভয়াবহ নৃশংসতা:
শুধু খুন করেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য ট্রাক্টরের রোটারে মৃতদেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে।
পুলিশ সূত্রের খবর, ১৮ জুন থেকে নিখোঁজ তপনের রামচন্দ্রপুরের বাসিন্দা সুলেখা খাতুন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও পুলিশের কাছে ডায়েরি করেনি। কদিন পরে ২১ জুন তপনের রাখালচন্দ্রপুরে চাষের জমি থেকে বেশকিছু দেহাংশ উদ্ধার হয়। পাওয়া যায় জুতো, দেহাংশ। ওই জুতো মায়েরই বলে চিহ্নিত করেন ছেলে, এমনটাই খবর পুলিশ সূত্রে। তার ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত এগোতেই সামনে আসে এমন নৃশংস ঘটনার কথা। পুলিশের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে জমির মালিক সাদ্দাম সরকার। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, আগে মহিলাকে খুন করা হয়েছিল তারপরে তাঁকে চাষের জমিতে টেনে এনে দেহের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়ে দেহ ছিন্নভিন্ন করে দেওয়া হয়।
কেন এমন আক্রোশ?
পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপড়েনে ওই মহিলাকে খুন করা হয়েছে। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, 'অভিযুক্তের জমি থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। পা, শিরদাঁড়ার অংশ ছিল। সাদ্দাম সরকার স্বীকার করেছে অভিযোগ।'
তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের পর মহিলার মৃতদেহ এলাকার একটি চাষের জমিতে নিয়ে গিয়ে ট্রাক্টরের সামনের অংশের ফলা দিয়ে খণ্ডখণ্ড করে কাটা হয়। এর পর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখা হয়। ঠিক যেভাবে, বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে খুনের পর তাঁর দেহাংশ বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করা হয়েছিল।
কিন্তু কেন খুন হতে হল গৃহবধূকে? বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন? নাকি নেপথ্যে অন্য কারণ?হত্যাকাণ্ডের কারণ জানতে ধৃতকে ১০ দিনের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, 'ওদের মধ্যে একটা চেনাশোনা ছিল। মহিলার সঙ্গে ফোনে কথাবার্তা হত অভিযুক্তের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রাক্টর দিয়ে দেহ কাটা হয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?