কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অসুস্থতার কথা বলে জামিন চেয়েছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। ‘হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না’। জামিনের আবেদনে উল্লেখ পার্থর আইনজীবীর। 


আদালতে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের: নিয়োগ দুর্নীতির অভিযোগে গত জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। একাধিক প্রশ্ন প্রাক্তন শিক্ষামন্ত্রী এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিন ফের আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর রক্তে হিমোগ্লোবিন কমেছে। রক্তে ক্রিয়েটিনিনের পরিমান স্বাভাবিকের থেকে বেশি। তিনি হাঁটাহাটি করতে পারছেন না। এমনকী শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা, ED’র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিক-ওদিক যেতেও পারছিলেন। অসুস্থ হলে জেল সুপারকে জানান তিনি ওষুধের ব্যবস্থা করবেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানানো হলেও, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আইনজীবী জামিনের আবেদন করেননি।


 


স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি ইডি-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে বলে তাদের সন্দেহ। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে পাচার করা হয়েছে। এই মুহূর্তে ইডি-র নজরে ৩০টি ভুয়ো কোম্পানি ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আদালতে ইডি-র আইনজীবীর দাবি, পার্থ-অর্পিতা ঘনিষ্ঠতার অকাট্য প্রমাণ রয়েছে তাদের কাছে। অর্পিতার এলআইসি পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ রয়েছে পার্থর মোবাইল ফোনে। এর পাশাপাশি, আদালতে ইডি-র দাবি, উত্তর ২৪ পরগনার দোবাগাছিতে একটি ফার্ম হাউস, পিকনিক স্পটের হদিশ মিলেছে। ওই সম্পত্তির যৌথ মালিকানা পার্থ-অর্পিতার। আদালতে দাবি ইডি-র আইনজীবীর। 


আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!