কলকাতা: ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে আনার পর, আজই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা ইডি-র (ED)। সকালে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে তৃণমূলের মহাসচিবকে নিয়ে সরাসরি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আনা হয়। নিয়ে যাওয়া হয় সাততলায়। ইডি হেফাজতেই রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩টি ডায়েরি। একটিতে উচ্চ শিক্ষা দফতর (Higher Education Department) লেখা। ইডি সূত্রে দাবি, এই ডায়েরিতেই লুকিয়ে রয়েছে রহস্য।
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধারের পর এবার ইডির নজরে কালো ডায়েরি। এই ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই ডায়েরিতে Department of Higher Education & School Education, Govt of West Bengal. ইডির দাবি, ডায়েরির ৪০টি পাতা অনেক কিছু লেখা রয়েছে। SSC দুর্নীতিতে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই কালো ডায়েরি। উদ্ধার হওয়া কালো ডায়েরি কি সরকারি? কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর? কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়েছে, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে।
এদিকে গতকাল এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। SSKM-এর রিপোর্টকে নাকচ করে, এইমস ভুবনেশ্বর তরফে জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। এপ্রসঙ্গে এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র বলেন, "এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম। ওষুধ আমরা যা প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে। পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে। শনিবার আমরা ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওঁরা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন। মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্সা করেছি আমরা। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে।''
আরও পড়ুন: Partha Chatterjee: ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে