সৌভিক মজুমদার, কলকাতা : রাজ্যে বিজেপির ( BJP ) সভা। তার অনুমতির জন্য আবার কোর্টে গেরুয়া শিবির। আবারও আদালতের থেকে সভা করার ছাড়পত্র নিতে হল বিজেপিকে। বৃহস্পতিবার ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আর তার অনুমতি নিতে  কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) দ্বারস্থ হন বিরোধী দলনেতা।  শুক্রবার আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতির প্রশ্ন, সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে ?


সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । দুপুর ২ থেকে বিকেল ৫ পর্যন্ত সভা হবে বলে বিজেপি সূত্রে খবর। এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে বলে নির্দেশ দেয় আদালত। যেমন - 



  • শব্দ বিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে, নির্দেশ আদালতের

  •  কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না


২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এর জন্য় আগেভাগেই জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে দাবি করে বিজেপি। কিন্তু, আবেদন করা সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি।  এমনকী আবেদন খারিজ করা হয়েছে এমন কিছুও জানানো হয়নি বলে দাবি গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন  শুভেন্দু অধিকারী

এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে ? রাজ্যকে  বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন.'মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ?...শেষবার যখন শাসক দল সভা করেছিল তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন ?'


এর আগে ২৯ নভেম্বর, ধর্মতলায় অমিত শাহর সভা করার জন্যও প্রাথমিকভাবে অনুমতি দেয়নি পুলিশ। তারপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গত ২৪ নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভায় অনুমতি দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনুমতি দেওয়া নিয়ে রাজ্যের আপত্তি খারিজ তো হয়ই, উল্টে ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। এরপর ২৯ তারিখ বিজেপির সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজির ছিলেন রাজ্য বিজেপির তাবড় নেতারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন :


এক লাফে বেড়ে গেল অনেকটা দাম ! আবার বড় ধাক্কা গ্যাসের দামে