সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশমে ভুয়ো শিক্ষকদের (fake teachers) তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) নির্দেশ দেওয়া হল। আগামীকালের মধ্যে তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ
আগামীকালের মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের ওয়েবসাইটে ১৮৩ জনের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট।
১৮৩ জনকে ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছে বলে আগে জানিয়েছিল কমিশন। এই ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন? জানতে চান বিচারপতি। ‘রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে, এটা বিস্ময়কর। রাজ্যের উচিত এই দুর্নীতির বিরুদ্ধে আদালতকে সাহায্য করা।' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘বেআইনি সুপারিশ খুঁজে পেলেও তা বাতিলের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কী কী বেআইনি কাজ খুঁজে পেয়েছে কমিশন?' প্রশ্ন তোলেন বিচারপতি।
আরও পড়ুন: Sealdah Train Accident : শিয়ালদায় দু’টি লোকাল ট্রেনের ধাক্কা, জানুন সর্বশেষ আপডেট
অন্যদিকে, অতিরিক্ত শূন্যপদ-মামলায় কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের ওপর বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। ৩০ ডিসেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, শহর এবং শহরতলিতে বহু স্কুল আছে যেখানে শিক্ষক আছেন কিন্তু ছাত্র নেই। এই শিক্ষকদের গ্রামের স্কুলে পাঠালে ভাল হয়, গ্রামাঞ্চলের বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। 'হয় গ্রামের স্কুলে যান অথবা চাকরি ছাড়ুন। এ ব্যাপারে রাজ্যের উপযুক্ত নীতি নির্ধারণ করা প্রয়োজন।' অতিরিক্ত শূন্যপদ-মামলায় মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর।