অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় , হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা। লাইনচ্যুত কারশেডগামী ট্রেন। ক্ষতিগ্রস্ত চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা
রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। হতাহতের খবর নেই। কীভাবে দুর্ঘটনা জানতে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হবে দুর্ঘটনার পিছনে কোনও মানুষের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি > একঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর, ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।
ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ
আপ ও ডাউন লাইনে লোকাল ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। এর ফলে চরমে ওঠে দুর্ভোগ। রেল লাইন ধরেই হাঁটতে শুরু করেন যাত্রীরা। দুর্ভোগে পড়েন বয়স্ক মানুষজন ও শিশুরা। বড়সড় দুর্ঘটনা কান ঘেঁসে পাশ কাটিয়েছে দুই ট্রেন। তবে ঘটনায় কেউ আহন হননি বলে, রেলসূত্রে খবর।
এক নজরে আজকের ঘটনা
- শিয়ালদায় ট্রেন দুর্ঘটনা
- শিয়ালদায় দু’টি লোকাল ট্রেনের ধাক্কা
- শিয়ালদায় কারশেডের কাছে দু’টি লোকাল ট্রেনের ধাক্কা
- কারশেডমুখী লোকাল ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা
- ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা যেতেই দু’টি লোকাল ট্রেনের ধাক্কা
- শিয়ালদা মেন লাইনে পরপর দাঁড়িয়ে একাধিক ট্রেন, ভোগান্তি যাত্রীদের
- তুবড়ে গিয়েছে চালকের কেবিন ।