কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের নিয়োগে দুর্নীতির অভিযোগ। এবার পূর্ব বর্ধমানের গলসিতে। কারচুপি করে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক পদে নিজের ছেলেকে নিয়োগের চেষ্টা করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গলসির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন দলেরই সদস্যরা। গোটা বিষয়টি নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে।
স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। নিয়োগে দুর্নীতি নিয়ে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। তারমধ্যেই গলসিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতেও নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। আর এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁর দলের লোকেরাই।
কী ঘটনায় অভিযোগ:
পূর্ব বর্ধমানের গলসির লোয়া-রামগোপালপুর পঞ্চায়েতে ভেক্টর ডিজিস কন্ট্রোল টিমে ২টি শূন্যপদ রয়েছে। চুক্তিভিত্তিক ওই পদের জন্য পঞ্চায়েতে অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। নিয়মমাফিক, পঞ্চায়েত সদস্যদের বৈঠক ডেকে সব আবেদনপত্র বিবেচনা করার পর শূন্যপদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়। তারপর সেই রেজোলিউশন বিডিও-র কাছে পাঠানোর পর শূন্যপদে নিয়োগ করা হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের দিয়ে ফাঁকা রেজোলিউশনে সই করিয়ে নিজের ছেলে ও আরও এক পঞ্চায়েত সদস্যের ছেলের নাম বিডিও-র কাছে পাঠিয়ে দেন পঞ্চায়েত প্রধান। এই নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন ৮ পঞ্চায়েত সদস্য।
প্রধানের বক্তব্য়:
তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস বলেন, 'এটা সকল সদস্যদের অনুমতি নিয়ে হয়েছে। যাঁরা অভিযোগ করছেন তাঁদের স্বাক্ষরও রেজ্যুলেশনে আছে। এখন হয়তো কারও চাপে পরে তারা এই কথা বলছেন।'
কী বলেছেন বিডিও:
গলসি (১) এর বিডিও দেবলীনা দাস বলেন, 'একটি রেজুলেশন পেয়েছিলাম। সেখানে দু'জনের নাম পাঠানো হয়েছিল। আজকে কয়েকজন এসে অভিযোগ করে গেছেন। তারা বলছেন ওই মিটিংয়ে আমরা ছিলাম না। বিষয়টি তদন্ত করে দেখছি।'
বিজেপির কটাক্ষ:
খবর জানাজানি হতেই শাসকদলকে নিশানা করেছে বিজেপি। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির ইনচার্জ কৃষ্ণ ঘোষ বলেন, 'তৃণমূলেরই তৃণমূলের উপর কোনো ভরসা নেই। পুরো দলটাই ধাপ্পাবাজি ও কাটমানির দল।'
তৃণমূলের পাল্টা:
পূর্ব বর্ধমান তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'এখানে দলের সাথে কোনো সম্পর্ক নেই। বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে বিডিও তদন্ত করে বিষয়টি দেখবেন।'
আরও পড়ুন: ছাত্র মৃত্যুর ঘটনায় পড়ুয়া বিক্ষোভ, হাসপাতালে গেট আটকে বিক্ষোভ