কলকাতা: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan) ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নেওয়ার নির্দেশ হাইকোর্টের। বাঁকুড়ার পাত্রসায়র ও বিষ্ণুপুর থানা এলাকায় ২ মামলায় কোর্টে হাজিরা দিয়ে জামিন নেওয়ার নির্দেশ। হাজিরা দিলে জামিন দিতে হবে নিম্ন আদালতকে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দর। ২০১৯-এ অবৈধভাবে বালি তোলা ও অস্ত্র আইনে বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৯-এ জামিন মঞ্জুর করে একমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিলেও তখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি বিজেপি সাংসদ।
উল্লেখ্য কিছুদিন আগেই সৌমিত্র খাঁ-কে নিয়ে জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে, পদ্ম ছেড়ে এবার কি হাতে হাত সৌমিত্র খাঁ-র? বিষ্ণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভায় মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভাইরাল এই ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। লোকসভা ভোটের আগেই কি শিবির বদলাতে পারেন তিনি? উত্তরে বিষ্ণুপুরের সাংসদ সিলমোহর দেননি ঠিকই, তেমনই আবার জল্পনা নস্যাৎ-ও করে দেননি! কংগ্রেস আবার বলছে, বাড়ির ছেলে বাড়ি এলে ক্ষতি কী?
'পদ্ম' ছেড়ে কি ফের পুরনো দল কংগ্রেসে ফিরতে পারেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? লোকসভা ভোটের আগেই কি শিবির বদলাতে পারেন তিনি? এমন একাধিক প্রশ্ন ও জল্পনার কেন্দ্রে একটি ছবি। যেখানে দেখা গিয়েছিল, বাঁকুড়ার বিষণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভায় ও রক্তদান কর্মসূচিতে মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এ ছবি ঘিরেই লোকসভার আগে শুরু হয়েছে জোর জল্পনা! উত্তরে বিষ্ণুপুরের সাংসদ সিলমোহর দেননি ঠিকই, তেমনই আবার জল্পনা নস্যাৎ-ও করে দেননি! তাঁর দাবি, স্মরণসভার জন্য কংগ্রেসের মঞ্চে যাওয়া কোনও অন্যায় নয়।
শুধু, তাই নয়, কংগ্রেসের মঞ্চে ভাষণও দিতে দেখা যায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে। ২০১১ সালের বিধানসভা ভোটে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন সৌমিত্র খাঁ।
বছর ঘুরতে না ঘুরতেই তিনি যোগ দেন তৃণমূলে। ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে আগে ফের রাজনৈতিক শিবির বদলে যোগ দেন বিজেপিতে। বিজেপি হয়ে লোকসভা ভোটে জিতে দ্বিতীয় বার সাংসদ হন সৌমিত্র। রাজনীতিতে সবই সম্ভব!তবে সৌমিত্র খাঁ কী করেন, তাঁর উত্তর তিনিই দিতে পারবেন।