কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল? উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২৫ দফা নিয়মবিধি প্রকাশ করল শিক্ষা সংসদ। আর জি কর কাণ্ডের আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক। 



'পরীক্ষার খাতায় লেখা যাবে না রাজনৈতিক স্লোগান', সিমেস্টার বিধি প্রকাশ করে জানাল সংসদ। আর জি কর কাণ্ডে প্রতিবাদের জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। আর জি কর কাণ্ডের আগেই খসড়া পাঠানো হয়েছে সরকারকে, দাবি সংসদের। 




যে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক


 


এদিকে নিয়মবিধি প্রকাশ করে শিক্ষা সংসদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই নির্দেশিকাতেই বলা হয়েছে, খাতায় আপত্তিকর ও অশালীন কিছু লিখলে উত্তরপত্র বাতিল হতে পারে। পরীক্ষার্থীর তরফে সন্তোষজনক উত্তর না মিললে বাতিল হতে পারে গোটা পরীক্ষাই।


এও বলা হয়েছে পরীক্ষার্থীরা যদি খাতার মধ্যে ভুল নাম লেখে বা উত্তরপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র ছাড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক পদক্ষেপ নেবে সংসদ। যেসমস্ত কারণে পরীক্ষার উত্তরপত্র বাতিল হতে পারে, সেগুলি হল-উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। 


পাশাপাশি উত্তরপত্রে উত্তর সম্বলিত চিরকুট, টাকার নোট মিললেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সংসদ। প্রতি বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ। টোকাটুকি ও পরীক্ষার ঘরে নকল রুখতে আরও কড়া হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 


এছাড়াও,  উত্তরপত্রে হাতের লেখার কোনরকম কোন পরিবর্তন ধরা পড়লে, উত্তরপত্রে অন্য কোন প্রসঙ্গ লিখলে, OMR শিটে নিজের পরিচয় সম্পর্কে জানালে। পরীক্ষার হলে সহপাঠীদের সঙ্গে গন্ডগোল করলে, নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল লিখলে, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেনু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলে, পরীক্ষা বাতিল হবে,  জানিয়ে দেওয়া হয়েছে।                                                           


ইতিমধ্যে সমস্ত বিদ্যালয়ে এই ২৫ দফা নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সংসদ সূত্রের খবর। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে