বার্বাডোজ: আজ পর্যন্ত ছয় বল ছয় ছক্কা হাঁকিয়েছেন কে কে? প্রথমেই হয়ত যুবরাজ সিংহের ছবি চোখের সামনে ভেসে আবে। এছাড়া তালিকায় আছেন হার্সেল গিবস, রুতুরাজ গায়কোয়াডও। কিন্তু বিশ্ব ক্রিকেটে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন কে জানেন? ১৯৬৮ সালে আজকের দিনে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন গ্যারফিল্ড সোবার্স। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার যখন এই নজির গড়েছিলেন তখন যুবরাজ ও হার্সেল গিবস কেউই জন্মগ্রহণও করেননি।


সোবার্স অবশ্য এই নজির কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচে করেননি। একটি কাউন্টি ক্রিকেট ম্য়াচে এই নজির গড়েছিলেন সোবার্স। নটিংহ্যামশায়ার ও গ্ল্যামরগনের মধ্যে হওয়া ম্য়াচে এই নজির গড়েছিলেন সোবার্স। নটিংহ্যামের স্কোর যখন ৫ উইকেট হারিয়ে ৩০৮, তখন ক্রিজে ব্যাট করতে নেমেছিলেন সোবার্স। তিনি যখন চল্লিশের ঘরে পৌঁছেছিলেন। সেই সময় বল করতে আসেন ম্য়ালকম ন্যাশ। সাধারণত মিডিয়াম পেস করে থাকেন ন্যাশ। কিন্তু সেই ওভারে স্পিন বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাস, পরের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন সোবার্স।



এরপর ছয় ছক্কা হাঁকিয়েছেন ভারতের রবি শাস্ত্রীও। টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ, রবি শাস্ত্রী ১৯৮৪-৮৫ রঞ্জি ট্রফি মরসুমে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বরোদার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে এক ওভারে ছয়টি ছক্কা মেরে ক্রিকেট ইতিহাসে তার নাম লিখেছিলেন। ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে হার্সেল গিবস এই নজির গড়েছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির গড়েছিলেন যুবরাজ সিংহ। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা মেরে এই নজির গড়েছিলেন। 


তালিকায় আছেন রুতুরাজ গায়কোয়াড। মহারাষ্ট্রে জন্ম নেওয়া টিম ইন্ডিয়ার ব্যাটার রুতুরাজ ২০২২ সালে বিজয় হাজারে ট্রফি চলাকালীন এক ওভারে সাতটি ছক্কা মেরেছিলেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচে ওপেন করতে নেমে এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন ডানহাতি ব্য়াটার। লিস্ট এ ক্রিকেটে যা এক অনন্য রেকর্ডও। ঘরোয়া ক্রিকেট তো অবশ্যই এমনকী বিশ্ব ক্রিকেটেও রুতুরাজই প্রথম ক্রিকেটার যিনি সীমিত ওভারের ফর্ম্যাটে এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন। ২৫ বছর বয়সি রুতুরাজ এক ওভারে সর্বাধিক ৪২ রান করারও রেকর্ড গড়েন। এর আগে এই নজির ছিল জিম্বাবোয়ের এল্টন চিগাম্বুরার দখলে। তিনি ২০১৩ সালে এক ওভারে ৩৯ রান করেছিলেন ঢাকা প্রিমিয়র ডিভিশনের একটি ম্যাচে।


তালিকায় আছেন ভারতের ভামশী কৃষ্ণ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্বকারী ভামশী কৃষ্ণ কাদাপায় কর্নেল সি কে নাইডু ট্রফি চলাকালীন রেলওয়ে স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারে ছয় ছক্কা মেরে এই নজির গড়েছিলেন।