মানালি: বর্ষায় বিধ্বস্ত অবস্থা হিমাচলে। মেঘ ভাঙা বৃষ্টি-বন্যায় চতুর্দিকে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এরই মধ্যে ভয়ঙ্কর বিপত্তি। রবিবার হিমাচল প্রদেশের কুলু জেলার মানালি এবং রোটাং পাসে একটি পর্যটকভর্তি গাড়ি খাদে উল্টে গিয়েছে।
পুলিশের তরফে জানান হয়েছে, রেজিস্ট্রেশন নম্বরের HP01K-7850 নম্বরের একটি মারুতি অল্টো গাড়িতে পাঁচজন ছিল। রবিবার মানালি এবং রোটাং পাসের মাঝে রানি নালার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (এনজিটি) এলাকায় বাণিজ্যিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর, প্রশাসন কর্তৃক প্রতিদিন সীমিত সংখ্যক যানবাহনকে রোহতাং ভ্রমণের অনুমতি দেওয়া হয়।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ছোট চার চাকার গাড়িটির চাকা পিছলে যায় এবং তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় গাড়িটি। গাড়িটিতে সেই সময় চালক ছাড়াও চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক এবং বাকি তিন জনের। গাড়ির চালক নরেন্দ্র কুমার (৩৪) কুল্লুর বাসিন্দা। রণজিৎ সিংহ (৩১) এবং হরবিন্দর সিংহ (২৭) নামে দুই পর্যটকেরও দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বা়ড়ি পঞ্জাবের হোশিয়ারপুরে।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, এবং হোশিয়ারপুরের বাসিন্দা রবি কুমার (২৪) গুরুতর আহত হন, তারা আরও জানান। এক বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রবি কুমার নামে অপর এক পর্যটককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়িও হোশিয়ারপুরেই। তবে অপর মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তিনিও পঞ্জাব থেকে আসা ওই পর্যটকদলের মধ্যেই ছিলেন।