Hiran Chatterjee: এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, টাকা দিয়ে পুরস্কার আদায়ের অভিযোগ তুলেছিলেন

West Bengal Assembly: প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল নোটিস।

Continues below advertisement

কলকাতা: এবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। বুধবার হিরণ চট্টোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। হিরণের অভিযোগ ছিল, রাজ্য সরকার যে পুরস্কার পায়, তা অর্থের বিনিময়ে। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজি নোটিস জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল। উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে। (Hiran Chatterjee)

Continues below advertisement

বুধবার বিধানসভায় রাজ্য সরকারকে আক্রমণ করেন হিরণ। অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে গতকাল বিধানসভায় মন্তব্য করেছিলেন তিনি। সেই নিয়ে গতকালই প্রতিবাদ জানান তৃণমূল বিধায়করা। এর পর বৃহস্পতিবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেওয়া হয়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রিভিলেজ কমিটির কাছে নোটিসটি পাঠানো হয়েছে। হিরণকে উপযুক্ত তথ্যপ্রমাণ কমিটির কাছে পেশ করতে হবে। এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করা হয়েছিল। (West Bengal Assembly)

রাজ্য সরকারির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প SKOCH পুরস্কার পেয়েছে। রাজ্য সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার', 'কন্যাশ্রী'র মতো প্রকল্প SKOCH পুরস্কার পেয়েছে। সেই নিয়েই গতকাল বাজেট অধিবেশনের বক্তৃতায় রাজ্যকে কটাক্ষ করেছিলেন হিরণ। তাঁর অভিযোগ ছিল, SKOCH থেকে পর পর যে পুরস্কার পেয়ে আসছে, তা যোগ্যতার ভিত্তিতে নয়, টাকার বিনিময়ে পাচ্ছে। একটি নোটও তুলে ধরেন হিরণ। অভিযোগ করেন, SKOCH সংস্থাকে দিয়েছে রাজ্য। তার বিনিময়েই পুরস্কার জুটেছে।

বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে বিধানসভার অধিবেশন চলাকালীন সেই নিয়ে স্পিকার জানান, হিরণ নিজের বক্তৃতায় কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বাদানুবাদ হয় হিরণের। দু'টি বিষয়ই স্বাধিকার ভঙ্গের নোটিসে তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন হিরণ, আগামী মার্চের ১৯ তারিখের মধ্য়ে তাঁকে সেই সংক্রান্ত প্রমাণ এবং নথিপত্র জমা করতে বলা হয়েছে। পাশাপাশি, প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানো হয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে। হিরণ জানিয়েছেন, তাঁর কাছে সব কাগজ আছে। নির্দিষ্ট সময়ে কমিটির কাছে সমস্ত নথি জমা দেবেন তিনি।

এদিন হিরণ বলেন, "এরা মিথ্যে কথা বলে। পুরস্কার পর্যন্ত টাকা দিয়ে নেয় জেনে আমি তো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! SKOCH-এর থেকে প্রায় ৪০টি পুরস্কার নিয়েছে রাজ্য সরকার। কোনও না কোনও দফতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। আমি মাননীয়া, শ্রদ্ধেয়া, চন্দ্রিমাদি বলে সম্বোধন করছিলাম। কিন্তু উনি আমাকে 'দিগগজ', 'কিছু জানো না', 'আগে শিখে এসো', এভাবে ব্যক্তিগত আক্রমণ করেন। আমার ওঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা উচিত। উনি পরিষদীয় সংবিধানের সীমা লঙ্ঘন করেছেন। আমার কাছে সব প্রমাণ আছে, দিয়ে দেব। আমি হাওয়ায় হাওয়ায় ২০২১ থেকে কথা বলছি না।"

সম্প্রতি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ চার জনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়ে। বিধানসভার অধিবেশনে তাঁর আচরণ নিয়ে আপত্তি ওঠে যেমন, পাশাপাশি বিধানসভার বাইরে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ ওঠে। সেই নিয়ে এখনও তপ্ত পরিস্থিতি, তার মধ্যেই হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস।

Continues below advertisement
Sponsored Links by Taboola