বিশ্বজিৎ দাস, খড়গপুর: পুরভোটের আগে খড়গপুরে উন্নয়ন-তরজা। নেতাজির জন্মদিনে ( Netaji Birthday) শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে পুর প্রশাসককে আক্রমণ বিজেপি বিধায়কের (BJP MLA) । গতকাল ওই অনুষ্ঠানে যোগ দিয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ( Hiran Chatterjee )অভিযোগ করেন, গত ৭ বছরে খড়গপুর পুরসভার উন্নয়ন-খাতে প্রধানমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন, তার থেকে আড়াই কোটি রাজ্য সরকারকে ফেরত পাঠিয়েছে পুরসভা।


বিজেপি বিধায়ক হিরণের অভিযোগ খড়গপুরকে শ্মশানে পরিণত করেছেন প্রশাসক। দুর্নীতির অভিযোগ তুলে পুর প্রশাসক প্রদীপ সরকারকে সরাসরি আক্রমণ করেছেন হিরণ। তিনি অভিযোগ করেন , ' নেতাজির ১২৫ তম জন্মদিবস পালন করছি। এবং ৭৫ বছর দেশ স্বাধীন হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় খড়গপুর পৌরসভায় কোটি কোটি টাকা আসে। কিন্তু আমাদের এখানে গত সাত বছর ধরে যিনি চেয়ারপারসন, তিনি আড়াই কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে, সেই টাকা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন খড়গপুর পৌরসভাকে। কিন্তু উনি মানুষের রক্ত জল করা টাকা কোন উন্নয়ন না করে, সেই টাকা তিনি পশ্চিমবঙ্গ সরকারকে ফেরত দিয়ে দিয়েছেন ! এর থেকে বড় দুর্ভাগ্য খড়গপুর মানুষের আর হয় না' 

আরও পড়ুন :


টক টু মেয়র - এ ফোন করার পরই নিকাশির অবস্থা দেখতে এলাকায় আজ পুরসভার টিম


এখানেই থামেননি তিনি। পুরপ্রশাসকের বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে তিনি বলেন , ' মানুষ সাত বছর আগে বিরাট ভুল কাজ করেছেন ওঁকে চেয়ারপারসন করে। মানুষের টাকা আত্মসাৎ করে মাটির নিচে লুকিয়ে রেখেছেন। ... সবাই জানেন ওঁর বাড়িতে টুশকি মারলে দরজা খোলে। ওঁর বাথরুমে ইতালিয়ান মার্বেল পাথর। সুইৎজারল্যান্ড থেকে উনি আলো নিয়ে এসেছেন।' 


পুর প্রশাসকের (Chairperson, Board of Administrations) প্রদীপ সরকারের কটাক্ষ, বিজেপি বিধায়ক আগে স্পষ্ট করুন, তিনি কোন দলে রয়েছেন। তিনি খড়গপুরে কী উন্নয়ন করেছেন, আগে তার হিসেব দিন।  তিনি বলেন, ' একটা সই করতে গেলে মানুষ তাঁকে পায় না। উনি কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় হোটেলে ডিনার করছেন। উনি খড়্গপুরের মানুষের জন্য কী কাজ করছেন সেটা আগে বলুন। '