অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :

  পুর পরিষেবা নিয়ে কলকাতার নাগরিকরা যাতে নিজেদের অভাব অভিযোগ, দাবিদাওয়ার কথা সরাসরি মেয়রকে জানাতে পারেন, তার জন্য ফের ‘টক-টু-মেয়র’ অনুষ্ঠান শুরু করেন ফিরহাদ হাকিম। শনিবার সেই অনুষ্ঠানেই মেজাজ হারান কলকাতার মেয়র। আশ্বাসের পরেও কাজ বাস্তবায়িত না হলে, প্রয়োজনে মেয়রের চেয়ার ছেড়ে দেওয়ার কথা বললেন তিনি!  ' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের (Firhad Hakim) এই উষ্মা শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর।  মেয়রকে ফোন করেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্ত।  এর আগে আবাসনের নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে ফোন করেছিলেন তিনি।  তারপর মাসের পর মাস কেটে গেলেও এখনও এই অবস্থা। 

আরও পড়ুন :


কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি


ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্তর ফোনকলকে ঘিরে। আমফানের সময় প্রথমবার ফোন করেছিলেন। তার কিছুদিন পর নিকাশি সমস্যার কথা জানিয়ে দ্বিতীয় ফোন। এরপর শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে দিব্যেন্দু দত্ত তৃতীয়বার ফোন করেন। রবিবারও দেখা গেল, আবাসনের বাসিন্দারা চত্বরে ব্লিচিং ছড়াচ্ছেন। গ্যারাজে জমে রয়েছে জল।  আবাসনের বাইরের নিকাশি নালায় জমে রয়েছে আবর্জনা। তাই জল সরছে না। পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা পুরসভার ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেও কাজের কাজ কিছু হয়নি বলে তাঁর দাবি।   ২ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর কাকলি সেন। তাঁর স্বামী, তৃণমূল সাংসদ ও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের দাবি, পূর্ত দফতর ও পুরসভা মিলে সমস্যা সমাধানে তত্‍পর। কলকাতা পুরসভা সূত্রে খবর, মেয়রের নির্দেশে সোমবার পুরসভার টিম এসে পরিস্থিতি খতিয়ে দেখবে।