সঞ্চয়ন মিত্র, কলকাতা : রঙে রঙে রঙিল আকাশ। রোদ ঝকঝকে সকালে আবিরে গুলালে মেতে ওঠার দিন আজ। তারপর ফাগুন হাওয়ায় হাওয়ায় বসন্তের আমেজে গা-ভাসানো। কিন্তু আবিরে রেঙে ওঠার দিনেই আকাশের মুখ ভার হওয়ার সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বাংলার জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোম ও মঙ্গল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার  বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার ভিজতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। 

বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার উন্নতি হবে বৃহস্পতিবার থেকে। আবার শুষ্ক আবহাওয়াই দাপট দেখাবে। বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  কয়েক জেলায়। মেঘলা আকাশই থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।  বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। হালকা ঝোড়ো হাওয়া (৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ ) বইতো পারে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

দোলে কলকাতার আবহাওয়া

দোলে কলকাতায় উষ্ণ আবহাওয়াই দাপট দেখাবে। রয়েছে  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। সকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার থেকে ফের আংশিক মেঘলা আকাশ।

মঙ্গলবার কলকাতাতে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।

আগামী ৭ দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া ?
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
25-Mar 16.0 33.0
Partly cloudy sky
26-Mar 17.0 34.0
Generally cloudy sky
27-Mar 18.0 35.0
Partly cloudy sky
28-Mar 19.0 36.0
Generally cloudy sky
29-Mar 19.0 35.0
Generally cloudy sky with Light Rain or Drizzle
30-Mar 18.0 34.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
31-Mar 17.0 34.0
Partly cloudy sky

আরও পড়ুন : 

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩