TWS Earbuds Under Rs 2000: ই-কমার্স সংস্থা অ্যামাজনে চলছে হোলি ফেস্ট (Amazon Holi Fest)। অর্থাৎ দোল এবং হোলি উৎসব উপলক্ষ্যে ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজনের এই হোলি ফেস্ট শেষ হচ্ছে আজ, ২৫ মার্চ। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে (Electronic Device) প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এই তালিকায় ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন সবই রয়েছে। বিশেষ করে অ্যামাজনের তরফে ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের (TWS Earbuds) ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ক্রেতারা এসবিআই- এর কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজাকশন করলে আরও অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। আপনি যদি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এখন অ্যামাজনে তা পেয়ে যাবেন ২০০০ টাকার মধ্যে। এই তালিকায় কোন সংস্থার কোন ইয়ারবাডস রয়েছে, দেখে নিন।


Boat Airdope 141


বোটের এই ইয়ারবাডস কেনা যাবে ৮৯৯ টাকায়। মোট ১১টি রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। তার সাহায্যে একবার পুরো চার্জ দিলে বোটের এই ইয়ারবাডসে ৪২ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ৭৫ মিনিটের প্লেটাইম পাওয়া যাবে। বোটের এই ইয়ারবাডসে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও পাওয়া যাবে ইনস্ট্যান্ট কানেক্ট ফিচারের সাপোর্ট এবং IPX4 রেটিং। 


Noise Buds N1


নয়েজের এই ইয়ারবাডস কেনা ১০৯৯ টাকায়। চারটি রঙে এই ইয়ারবাডস কেনা যাবে। এখানে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। মোট ৪০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। নয়েজের এই ইয়ারবাডসে ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্টে মাত্র ১০ মিনিট চার্জ দিলে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা প্লেটাইম পাওয়া যাবে। ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও পাওয়া যাবে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। 


Boult Audio Z40 Pro


অ্যামাজনের হোলি ফেস্টে এই ইয়ারবাডস কেনা যাবে ১৩৯৯ টাকায়। সাতটি রঙে উপলব্ধ রয়েছে এই ইয়ারবাডস। মোট প্লেব্যাক টাইম পাওয়া যাবে ১০০ ঘণ্টার। গেম খেলার সময় সুবিধার জন্য এই ইয়ারবাডসে রয়েছে একটি 45ms low latency mode, এছাড়াও রয়েছে Quad Mic যেখানে আবার এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি যুক্ত রয়েছে। ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে এই ইয়ারবাডসেও। এছাড়াও ইউজাররা পাবেন ফেদার-টাচ। সামান্য স্পর্শেই কাজ করবে এই ইয়ারবাডস। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে ৫জি ফোন কিনবেন ভাবছেন? পাবেন অ্যামাজনে, তালিকায় কোন কোন মডেল রয়েছে?