কলকাতা: ফের কি সিপিএমে ফিরছেন দুলাল বন্দ্যোপাধ্যায়? প্রায় ২০ বছর পরে দলে ফিরতে পারেন প্রাক্তন সিপিএম নেতা। রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে, খবর সূত্রের। ২০০২-এর ৪ মার্চ দমদমে জোড়া খুন মামলায় ১১ এপ্রিল গ্রেফতার হন দুলাল। ২০০৩-এর ২৯ অগাস্ট সাজা হয় তাঁর, কেড়ে নেওয়া হয় পার্টি সদস্যপদ। cযাবজ্জীবন সাজার শেষে ২০১৪-র ১৪ জুলাই মুক্তি পান দুলাল বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ-সহ একগুচ্ছ ইস্যুতে অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে মতবিরোধ হয়েছিল দুলালের।


উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ২০ বছর আগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। খুনের দায়ে এক যুগ জেলেও ছিলেন। এবার সেই দুলাল বন্দ্যোপাধ্যায় কি সিপিএমে ফিরতে চলেছেন? পঞ্চায়েত ভোটের প্রাককালে, তেমনই সম্ভাবনা জোরাল হয়েছে। সূত্রের খবর, দুলালের আর্জি খতিয়ে দেখছে দল। 


দমদমের জোড়া খুনে দোষী সাব্য়স্ত হয়ে ১২ বছর জেলে কাটিয়েছেন! দল থেকে বহিষ্কারও করা হয়েছিল! প্রায় ২০ বছর পর, সেই দুলাল বন্দ্যোপাধ্যায় কি আবার CPM-এ ফিরতে চলেছেন? তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে, আলিমুদ্দিন স্ট্রিটে! ২০০২-এর চৌঠা মার্চ, দমদমে জোড়া হত্যাকাণ্ডে, নাম জড়িয়েছিল সিপিএমের কাশীপুর বেলগাছিয়ার জোনাল কমিটির তৎকালীন সদস্য, দুলাল বন্দ্যোপাধ্যায়ের। ওই বছর ১১ এপ্রিল মাঝরাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বুদ্ধদেব ভট্টাচার্যর পুলিশ।


দোষী সাব্য়স্ত হয়ে ১২ বছরের বেশি জেলে কাটানোর পর, ২০১৪-র ২১ জুলাই বাড়ি ফেরেন তিনি। ততদিনে রাজ্যে ক্ষমতায় পালাবদল ঘটে গেছে। ক্ষমতায় এসেছে তৃণমূল। দল থেকে বহিষ্কৃত হলেও, জেলমুক্তির পর বামেদের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে দুলাল বন্দ্য়োপাধ্য়ায়কে। দলীয় সূত্রে দাবি, পার্টির সদস্যপদ ফিরে পেতে, ২০২২ সালে সিপিএমের রাজ্য কমিটিকে চিঠি লেখেন তিনি।


প্রাক্তন সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের কথায়, গতকাল পাঠিয়েছে, আমি পার্টিকে লিখেছি, যদি মনে করে আমি মানুষের হয়ে কাজ করতে পারব, তাহলে ফেরাবে, আমি কাজ করব।CPM সূ্ত্রে খবর, দুলালকে দলে ফেরানো নিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে একপ্রস্থ আলোচনা হয়েছে, বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা জেলা কমিটিকে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, যারা আসতে চায় আসবে। আমরা তো সবাইকে বলেছি, আসুক, ওয়েলকাম জানাচ্ছি।


সূত্রের খবর, দুলাল বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো নিয়ে রাজ্য কমিটির তৈরি কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অর্থাৎ নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে, ২০ বছর পর দুলালের দলে ফেরা কার্যত সময়ের অপেক্ষা!