হুগলি: নাকা চেকিংয়ের সময় প্রায়  ৪৪ লক্ষ টাকা উদ্ধার । হুগলির চণ্ডীতলা থেকে ২ ব্যক্তি গ্রেফতার । নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ।


পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই এর আগে নদিয়ার শান্তিপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তিপুর শ্যামচাঁদ মোড় এলাকায় কয়েকজন দুষকৃতী জড়ো হয়েছে বলে গতকাল রাতে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে দুই দুষকৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কোথায় ব্যবহার করা হত, খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।  


আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব: এর আগে পঞ্চায়েত ভোট চলাকালীন ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব বাঁধে। ২৪ ঘণ্টার মধ্যেই দুই দুষকৃতীকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। তৃণমূলের মদতেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্তের অভিযোগ তুলেছে বিজেপি। প্রশাসন পদক্ষেপ করছে, আশ্বাস শাসক দলের। অন্যদিকে, গড়বেতায় আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের জালে বিজেপির যুব নেতা। 


বন্দুক উঁচিয়ে দাপাদাপি!হানাহানি, খুনোখুনি, রক্তের স্রোত! শনিবার দিনভর ব্যালটের উৎসবে এভাবেই বুলেটের দাপট দেখেছে বাংলা। পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।


আগ্নেয়াস্ত্র হাতে দুষকৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ২ দুষকৃতীকে গ্রেফতার করল খড়দা থানা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে গুলি চালায় অভিযুক্তরা।


এদিন দিনভর তাণ্ডবের পর, টিটাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দা ওই দুষকৃতীরা নৌকায় চড়ে কোন্নগরে পালানোর ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তাদের পাকড়াও করে পুলিশ। 


বিরোধীদের অভিযোগ, ভোট চলাকালীন এই দুষকৃতীদের দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে বিজেপির এক যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ।


অভিযোগ, পঞ্চায়েত ভোট চলাকালীন, গড়বেতার মালবাঁধি গ্রামে। বন্দুক হাতে দাপিয়ে বেড়ান বিজেপির পূর্ব মণ্ডলের যুব সভাপতি ধনঞ্জয় সিংহ। ভোট শেষের পরেও এলাকার তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।


আরও পড়ুন: Panchayat Poll 2023: ব্যালটের ১ ভোটে জয়ী BJP প্রার্থী, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ TMC-র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial