নয়াদিল্লি: একটি ভিডিও, সেটা ঘিরেই তোলপাড়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি উড়ন্ত বিমানের জানলা থেকে সেটি তোলা হয়েছে। বাইরে নীল আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে একটি যান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সেটা কোনও মিসাইল বা মহাকাশ যান। চন্দ্রযান ৩ এক উৎক্ষেপণের পরপরই এই ভিডিওটি ভাইরাল হয়। দাবি করা হয়েছিল, চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমানের জানলা থেকে চন্দ্রযান ৩ এর উৎক্ষেপণ দেখা গিয়েছে। একাধিক সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল সেই ভিডিওটি।


 






কিন্তু আদতে এই ভিডিওটি Fake বা ভুয়ো ভিডিও। এই ভিডিওটি আসলে অন্তত ২ বছরের পুরনো। ২০২১ সালের একটি ভিডিও এটি। এর সঙ্গে চন্দ্রযান ৩-এর কোনওরকম সম্পর্ক নেই। এটি আদতে আমেরিকার ফ্লোরিডার একটি ভিডিও। গুগল ক্রোমের inVID tool এবং রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে এরকম ভিডিও আরও অনেক রয়েছে। মহাকাশ সংক্রান্ত খবর করে এমন একাধিক পোর্টালে এই ভিডিও দেখা গিয়েছে। Born in Space-নামক একটি পোর্টালে ২০২১ সালের ২১ মে- একটি খবর প্রকাশিত হয়েছিল, সেখানে এই ভিডিওটির উপর ভিত্তি করেই খবর হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছিল, একটি যাত্রিবাহি বিমান থেকে এই ভিডিও তোলা হয়েছে, Atlas V rocket লঞ্চের ভিডিও এটি। কেপ কার্নিভাল থেকে ২০২১ সালের ১৮ মে এটি ল়্চ করা হয়েছিল। নিউইয়র্ক থেকে ওড়া একটি বিমানের বাঁ দিক থেকে এই ভিডিওটি তোলা হয়েছিল। একাধিক ইউটিউব চ্য়ানেলেও এই ভিডিওটি প্রকাশিত হয়েছিল সেই বছরের ওই সময়ের আসেপাশে, এই একই খবর দিয়ে। 







ফলে এটা প্রায় নিশ্চিত যে এটি চন্দ্রযান ৩ এর ভিডিও নয়। আদতে এটি আমেরিকার একটি রকেটের ভিডিও। ফলে  চন্দ্রযানের ভিডিও বলে যেটি প্রচারিত হয়েছে, সেটি আদতে ভুয়ো। 


আরও পড়ুন:  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বঙ্গে হবে উথাল-পাথাল বৃষ্টি? মিটবে ঘাটতি?