সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পাল, হুগলি: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন চয়নিকা আঢ্য। টিটাগড় পুরসভার গ্রুপ ডি পদে বৈধ ভাবে চাকরি পাওয়ার পরেও ধৃত প্রোমোটারের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। চয়নিকার পাশে দাঁড়িয়ে পুলিশ এফআইআর না করলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির লিগাল সেল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন চুঁচুড়ার বাসিন্দা চয়নিকা আঢ্য। বৈধ ভাবে চাকরি পাওয়ার পরেও ৫ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে না পারায় চাকরিতে যোগ দেওয়ার ৬ দিন পরেই প্যানেল বদলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অয়ন শীল গ্রেফতার হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন চয়নিকা।
২০১৯ সালে টিটাগড় পুরসভায় গ্রুপ D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন তিনি। চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাস করেন। প্য়ানেলে নামও ওঠে। স্পোর্টস কোটায় পাওয়া চাকরিতে যোগ দেন। চয়নিকার অভিযোগ বৈধ ভাবে চাকরি পাওয়া সত্ত্বেও তাঁর কাছে টাকা চায় অয়ন শীল। টাকা দিতে না পারায় পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ।
গত ৩০ মার্চ অভিযোগকারিণী চয়নিকা আঢ্য় বলেছিলেন, অয়ন শীলের বিশাল রাজত্ব। ওরা বিভিন্ন কারণ দেখিয়ে আমাকে জয়েন করতে দিচ্ছিল না। ওরা বলে যিনি টাকার ডিমান্ড করছেন, সেটা ফুল ফিল করুন। নাহলে জয়েন করতে দেওয়া যাবে না। অয়নের অফিসে গেলাম, সে বলল চাকরির জন্য় দিতে হবে। ৫ লাখ দিতে হবে। আমার বাবা বলে দিতে পারব না। যেদিনকে আমার জয়েনিং, সেটা পুরোটা আটকে দিল। অভিযোগকারিণীর দাবি অয়নের ভয়ে সেই সময় থানায় অভিযোগ করতে পারেননি।
গতকাল চুঁচুড়া থানায় অয়ন ছাড়াও টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, পুরসভার এক কর্মী ও এক পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারিণী চয়নিকা আঢ্য়র কথায়, আমার যে বক্তব্যটা ছিল আমি থানায় লিখিত ভাবে জমা করলাম। সেখানে দোষীরূপে আছে অয়ন শীল, চেয়ারম্যান আছেন, বড়বাবু আছেন এবং যে পুলিশ অফিসার আমার বাড়িতে গিয়েছিলেন তার নাম আছে।
টিটিগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বলছেন, মিথ্যে কথা বলছে। ও আমার সামনে এসে বলুক না। ওর জন্যে আমি ডিএলবি অনেক বার যোগাযোগ করেছি। আমার সঙ্গে কেন অয়ন শীলের কথা হবে। ডিএলবি যা বলবে আমি সেই অনুয়ায়ী চাকরি দেব। অয়নের সঙ্গে আমার কথা হয়নি।
চয়নিকার পাশে দাঁড়িয়েছে বিজেপির লিগাল সেল। গতকাল অভিযোগ দায়েরের পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তবে এখনও এফআইআর দায়ের হয়নি বলে দাবি অভিযোগকারিণীর পরিবার সূত্রে।এফআইআর দায়ের না হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির লিগাল সেল। নিয়োগ দুর্নীতিতে ঘিরে তোলপাড়ের মাঝেই শোরগোল পড়ে গিয়েছে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে চয়নিকার অভিযোগে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় অন্যমাত্রা পেল মারাত্মক অভিযোগ।
।
পুলিশে অভিযোগ চয়নিকার