রুমা পাল, কলকাতা: বাংলা নববর্ষেই (Naboborsho) সাধারণের জন্য খুলছে রাজভবনের (Raj Bhavan) দরজা। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ওইদিন হেরিটেজ ওয়াক ও পিস মার্চের আয়োজন করা হবে। মঙ্গলবার এনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছে রাজ্যপাল। 



ঔপনিবেশিক মানসিকতা ঝেড়ে ফেলে এবার জনতার জন্য অবারিত হতে চলেছে রাজভবনের দ্বার। আগামী ১৫ এপ্রিল সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দরজা। এবার থেকে রাজভবন আর শুধু রাজ্যপালের নয়, জনগণেরও। রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক করতে পারবেন সাধারণ মানুষও।


গত মাসের শেষে ২ দিনের বঙ্গ সফরে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।                                                                                       


তখনই রাজভবনকে জন রাজভবনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজভবনের তরফে জানানো হয় স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ঔপনিবেশিক মানসিকতা ভাঙতে এই সিদ্ধান্ত। সেই মতোই এবার খুলে দেওয়া হচ্ছে রাজভবনের দরজা।                                                                                                               


আরও পড়ুন, বাইরে বিডিও, চেম্বারে বসে বৈঠক তৃণমূলের! অভিষেকের সঙ্গে সারলেন ভার্চুয়াল বৈঠক


রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগেই জানিয়েছিলেন, ১৫ এপ্রিল রাজভবন খুলে দেওয়া হবে। ওইদিন হেরিটেজ ওয়াক এবং পিস মার্চ হবে।


মঙ্গলবার এক অনুষ্ঠানে বাংলা ও সিকিমের ৫৫ জন এনসিসি ক্যাডেটের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল। অনুষ্ঠানে এনসিসি অফিসারদের ভূমিকার প্রশংসাও করেন সিভি আনন্দ বোস।