সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।


ঠিক কী ঘটেছে?


নিজের বিধানসভা এলাকায় বেরিয়েছিলেন জনসংযোগে। কিন্তু মানুষজনের দুয়ারে যেতে না যেতেই ঘটে গেল বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের নালিশ শুনে এলাকার নিকাশী ব্যবস্থা হাতেকলমে খতিয়ে দেখতে গিয়ে ড্রেনে পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। স্ল্যাবের মাঝখানে পা ঢুকে গিয়ে ফুলে গেল পা। যার জেরে জনসংযোগ মাঝপথে থামিয়ে তৃণমূল বিধায়ককে ছুটতে হল ডাক্তারের কাছে।


বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। বাসিন্দাদের একাংশ জল চুরির অভিযোগ করলে সেখানে দাঁড়িয়েই কোনও এক সরকারি আধিকারিককে ফোনে ধমক দিতেও শোনা যায় তাঁকে।


স্থানীয়দের একাংশ এলাকার ড্রেনেজ সিস্টেম নিয়ে অভিযোগ জানালে, তৃণমূল বিধায়ক নিজেই বেরিয়ে পড়েন পরিদর্শনে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এরপরেই ওই এলাকারই একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। 


এদিকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি জেলার বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, 'যে খানাখন্দের শিকার উনি নিজে হয়েছেন, সারা শহরবাসী প্রতিনিয়ত তার শিকার হন। এই শিকার হওয়ার পিছনে তিনি ও তাঁর দলবলেরই কার্যকলাপ রয়েছে। আগামীদিনে যেন এই খানাখন্দ ঠিক করতে কাজ করা হয় সেদিকে নজর দিন বিধায়ক।'                                                                                                                  


আপাতত চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে একমাস বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসক সাগ্নিক মুখোপাধ্যায় বলেন, 'বিধায়ক বাজেভাবে চোট পেয়েছেন। স্ল্যাবের মধ্যে পা ঢুকে যায়। ডানহাঁটু ভিতরদিকটায় চিড় ধরেছে। একমাস বেড রেস্ট দরকার'।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে