হুগলি: শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার সামনে আসছে একের পর এক সমবায় দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর।                                                                                                               


গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়। ২৭ জুন সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। 


এর মধ্যেই ২৪ অগাস্ট থেকে ওই সমবায়ে স্পেশাল অডিট শুরু হয়েছে। তবে টাকা কবে পাবেন, আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয়ে সমবায় সমিতির গ্রাহকরা। আলিপুরদুয়ার ও সোনারপুরের ঘটনা ভয় ধরিয়েছে সিঙ্গুরের এই সমবায় সমিতির গ্রাহকদের।                                                    


কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ওঠায়, গতকালের পর আজও সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ চলছে আমানতকারীদের। প্রায় ১০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে গতকালও বিক্ষোভ দেখান আমানতকারীরা। কামালগাজি-বারুইপুর বাইপাসের গোবিন্দপুরে ঘণ্টাতিনেক ধরে অবরোধ চলে। 


আরও পড়ুন, ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়


শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে কতকাণ্ডই না চলছে বাংলায়! ঠিক এমন সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক সমবায়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। আমানতকারীদের আক্ষরিক অর্থেই পথে বসার জোগাড়। 


সোনারপুরেও রাজ্যের আরও এক সমবায় সমিতিতে উঠল ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ। সমবায়েরই আধিকারিকদের একাংশ এতে জড়িত বলে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, এই অভিযোগে আজ তাঁরা পথে নামেন। হয় পথ অবরোধ।