নয়া দিল্লি:  দীর্ঘ ৪০ দিনের যাত্রাপথের ক্লান্তি কাটাতে মাত্র আড়াই ঘণ্টা বিশ্রাম নিয়েছিল বিক্রম। তারপরই খুলে দিয়েছিল দরজা। তার পেট থেকে বেরিয়ে এসেছিল রোভার। শুক্রবার সেই ছবি বিশ্ববাসীকে দেখিয়েছে ইসরো। এই ক'দিনেই সাবালক হয়ে উঠেছে প্রজ্ঞান। বিক্রমের হাত ছাড়িয়ে নিজেই ঘুরে বেড়াচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর লাগোয়া এলাকায়। শনিবার সেই ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।


শনিবার ইসরো বলেছে, তিনটি চন্দ্রযান-৩ মিশনের উদ্দেশ্যের মধ্যে দুটি অর্জিত হয়েছে যখন তৃতীয়টি - ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখানে সদর দফতর জাতীয় মহাকাশ সংস্থাও বলেছে যে চন্দ্রযান-৩ মিশনের সমস্ত পেলোড স্বাভাবিকভাবে কাজ করছে। ইসরোর তরফে বলা হয়েছে,  "চন্দ্রযান-৩ মিশন: ৩টি মিশনের উদ্দেশ্যের মধ্যে, চন্দ্রপৃষ্ঠে একটি নিরাপদ সফট ল্যান্ডিং হয়েছে। চাঁদে রোভারের ঘোরাঘুরির কাজও  হয়েছে। ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সমস্ত পেলোড স্বাভাবিকভাবে কাজ করছে।" 


লুনা ২৫ পারেনি। পেরেছে চন্দ্রযান-৩। চাঁদ ধরার পর এবার নতুন কাজ শুরু বিজ্ঞানীদের। সেই সঙ্গে রয়েছে আগামীর বেশ কয়েকটি প্রকল্প।


বিজ্ঞানীদের দাবি, চাঁদের মাটির গভীর আছে – ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ম, টাইটেনিয়াম, সিলিকনের অফুরন্ত ভাঁড়ার। এছাড়া বিজ্ঞানীরা বলছেন, চাঁদের মাটিতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম। আছে আর এক মহার্ঘ জিনিস- হিলিয়াম থ্রি। পৃথিবীতে যার খোঁজ খুব একটা মেলে না। এই হিলিয়াম থ্রি, কোনও বর্জ্য ছাড়াই শক্তি উৎপাদনে সক্ষম। ২ টন হিলিয়াম থ্রি সারা ভারতের এক বছরের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে। 


আরও পড়ুন, ক্রোধ থেকেই হয় বুদ্ধিভ্রম, অহংকার ছাড়লেই জীবনে পাওয়া যায় শান্তি? কী বলা আছে গীতায়?


চাঁদের দক্ষিণ মেরু বরফে মোড়া। রয়েছে গভীর খাদ, উঁচু পাহাড়। কোনও কোনও ক্ষেত্রে খাদের বিস্তার হাজার কিলোমিটারেরও বেশি। বিজ্ঞানীদের মতে, চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে রয়েছে রহস্যের ভাণ্ডার। তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার রয়েছে চন্দ্রপৃষ্ঠের এই রুদ্ধদ্বারে। পৃথিবী সৃষ্টির রহস্যে নাকি সেখানেই লুকিয়ে। যার লোভে আমেরিকা, রাশিয়া, চিন বারে বারেই অভিযান চালানোর চেষ্টা করেছে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ ভাগে। 


বিজ্ঞানীদের ধারণা, চাঁদের দক্ষিণ মেরুর মাটি রোবটের মাধ্যমে খোঁড়া গেলে তরল জলও মিলতে পারে। পাশাপাশি, তাঁদের আশা, চাঁদের দক্ষিণ অংশে প্রাণের অস্তিত্বের জন্য উপযোগী সম্পদ পাওয়া যেতে পারে।