সোমনাথ মিত্র, হুগলি : হুগলির (Hooghly) ধনেখালিতে (Dhanekhali) নলকূপ সারানোর দাবিতে বিজেপির (BJP) নেতৃত্বে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তৃণমূল (TMC) প্রধানকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান। 


বালতি নিয়ে বিক্ষোভ


মিলছে না পানীয় জল, এই অভিযোগে বালতি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভে সামিল মহিলারাও। হুগলির ধনেখালির তৃণমূল পরিচালিত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে চলল গ্রামবাসীদের বিক্ষোভ।


গ্রামবাসীদের অভিযোগ, মাস ছয়েক ধরে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের একমাত্র নলকূপটি। পঞ্চায়েতে বার বার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বেলমুড়ির বাসিন্দারা বলছেন, একটা কল ৬ মাস ধরে খারাপ। প্রধান কোনও আশ্বাস দেয়নি। প্রধান কলের নম্বর জানে না। বলছে সারানো হয়ে গেছে, অথচ মিস্ত্রি না সারিয়ে চলে এসেছে।


রাজনৈতিক তরজা


বৃহস্পতিবার বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রধানকে ঘিরেও চলে বিক্ষোভ। ধনেখালির বেলমুড়ির বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু বলেছেন, 'প্রধানের কাছে কোনও তথ্য নেই, গ্রামবাসীরা ৬ মাস আগে দরখাস্ত করেছে কাজ হয়নি।' পাল্টা ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস বলেছেন, 'অলরেডি টিউবওয়েল তৈরি করতে দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি'। বেলমুড়ির তৃণমূল অঞ্চল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গ্রামবাসীদের নিয়ে রাজনীতি করছে'।


২০১৮-র পঞ্চায়েত ভোটে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনেই জিতেছিল তৃণমূল। লোকসভা ও বিধানসভা ভোটে ফলাফলের নিরীখে এই ২০টির মধ্যে ৬টি আসনে লিড ছিল বিজেপির। এবার পঞ্চায়েত ভোটের আগে পানীয় জলের ইস্যুকে হাতিয়ার করে ফের লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে চায় গেরুয়া শিবির। 


প্রসঙ্গত, গত মাসে জোড়াবাগান (Jorabagan News) এলাকায় পুরসভার পানীয় জল সরবরাহ ৩ দিন ধরে বন্ধ ছিল। চূড়ান্ত সমস্যায় পড়েন বিডন স্ট্রিট, কোম্পানি বাগান, নিমতলা স্ট্রিট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তিনদিন ধরে গঙ্গার জল সরবরাহ বন্ধ। দেখা দিয়েছিল জলসঙ্কট (Water Supply)। জল সঙ্কট নিয়ে শনিবার প্রতিবাদে বিডন স্ট্রিট ও রবীন্দ্র সরণি ও নিমতলা স্ট্রিটের সংযোগস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা (Kolkata News)।


আরও পড়ুন- চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভাইরাল অডিও ঘিরে শোরগোল