সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বহুদিন ধরেই বিহারে মদ নিষিদ্ধ। বিহার (Bihar) এখন বাংলামুখী। বাংলা (West Bengal) থেকে বেআইনি ভাবে মদ যাচ্ছে বিহারে। সামনে উৎসবের মরসুম, তার আগে বিহারের 'তেষ্টা' মেটাতে বাংলা থেকে বেআইনিভাবে বিহারে যাচ্ছিল মদ। সেই সময়েই পাকড়াও করা হল এক যুবককে। হুগলির শ্রীরামপুর স্টেশন থেকে পাকড়াও করা হয় ওই যুবককে।   


বৃহস্পতিবার রাতে শেওরাফুলি জিআরপি (GRP) থানার পুলিশ শ্রীরামপুর স্টেশনে এক সন্দেহভাজনকে আটক করে। তার কাছে ব্যাগ ছিল, সেই ব্যাগ তল্লাশি চালিয়ে ২৫ বোতল বিদেশি মদ আটক করা হয়। পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্ত করা মদের আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। আটক যুবক ওই মদের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। তারপরেই তাকে বোআইনি মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সিভাম ভূঁইয়া, বয়স বছর পয়ত্রিশের আসেপাশে। পুলিশর সূত্রের খবর, ধৃতের বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়। ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ জানান গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে শ্রীরামপুর স্টেশন থেকে বিহারের ওই বাসিন্দাকে ২৫ বোতল বিদেশি মদ-সহ গ্রেফতার করা হয়।


একদিকে শ্রীরামপুরে যখন বেআইনি মদ পাচার ফাঁস করা হয়েছে, তখনই তার আগের দিন, কলকাতায় ফাঁস হয়েছে নকল মদ তৈরির চক্র নকল স্টিকার সেঁটে জাল মদ বিক্রি করার অভিযোগ ছিল। সেই অভিযোগে, বাইপাসের  ধারে বহুতল থেকে গ্রেফতার করা হয় কয়েকজনকে। গত বুধবার ক্যানাল (Canal East Road) ইস্ট রোডের ছাপাখানায় অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর জাল স্টিকার উদ্ধার করেছিল পুলিশ।


বাঁকুড়ায় আবগাড়ি দফতরের অভিযান...
গত মে মাসে, অভিযান চালিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী এলাকায় ৬০ এ জাতীয় সড়কের ধারের একটি হোটেল থেকে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার করেছিল আবগারি দফতর । বিশেষ সূত্রে খবর পেয়ে মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল বিদেশি মদ উদ্ধার করে জেলা আবগার দফতরের আধিকারিকরা। বেআইনি ভাবে মদ মজুত রাখা ও নকল মদের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার করা হয় হোটেলের মালিককে।


আরও পড়ুন: লগ্নি টানতে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, বৈঠক লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে