Mohammedan SC: সুপার সিক্সের ম্যাচে খারাপ রেফারিং, বিক্ষোভে সামিল মহমেডান ক্লাবের সমর্থকরা

Calcutta League 2023: ঝামেলা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  অ্য়াসোসিয়েশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন ময়দান থানার পুলিশ ।।

Continues below advertisement

কলকাতা: জঘন্য রেফারিং। ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। এই অভিযোগেই এবার রেফারি অ্য়াসোসিয়েশনের অফিসে বিক্ষোভ দেখালেন সাদা -কালো ব্রিগেডের সমর্থকরা। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচে জঘন্য রেফারিংয়ের অভিযোগে কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের তাঁবুতে বিক্ষোভ দেখালেন মহমেডান সমর্থকরা। নিজেদের ক্লাবের পতাকা নিয়ে তাঁবুর ভেতর ঢুকেও বিক্ষোভ দেখান তাঁরা। ঝামেলা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  অ্য়াসোসিয়েশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন ময়দান থানার পুলিশ।

Continues below advertisement

এদিন রেফারিং অ্য়াসোসিয়েশনের অফিসে স্লোগান দিতে দিতে গিয়ে পৌঁছান মহমেডান সমর্থকদের একাংশ। হাতে ছিল সাদা-কালো ক্লাবের পতাকা। সুপার সিক্সের ম্যাচে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি মহমেডানকে এই অভিযোগই তুলেছিলেন সমর্থকরা। টেবিল চাপড়ে রীতিমত ঝামেলা করতে দেখা যায় সমর্থকদের। 

উল্লেখ্য, কিছুদিন আগে মহামেডান স্পোর্টিংয়ের সমর্থক শেখ সিরাজউদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ময়দানে। গত ৩১ আগস্ট কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান ও আর্মি রেড দলের। প্রিয় দলের খেলা দেখতে গিয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সী শেখ সিরাজ। সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর এই সমর্থকের বাড়িতে পৌঁছে যান সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তাঁর সঙ্গে ছিলেন আইএফএ-এর (IFA) সহ-সভাপতি সৌরভ পাল। প্রায় এক ঘণ্টা মৃত সাদা-কালো সমর্থকের বাড়িতে ছিলেন দুই কর্তা। মৃত সিরাজের পরিবারের অবস্থা দেখে তাঁর ছেলেকে এআইএফএফ-এ সাময়িক ভাবে চাকরি দেওয়ার ঘোষণা করেন কল্যাণ।   

সাংবাদিকদের কল্যাণ বলেছিলেন, 'যতদিন পর্যন্ত সিরাজের ছেলে চাকরি না পায়, ততদিন ফেডারেশনের কোনও একটি পদে কাজ করবে। সেই ব্যবস্থা আমি করব।' মৃত সিরাজউদ্দিনের ছেলে বর্তমানে উচ্চ মাধ্যমিকের ছাত্র। পরিবারে রয়েছে সিরাজের বৃদ্ধ বাবা। আর্থিক সমস্যা কিছুটা লাঘব করার জন্যই ফুটবল হাউস খিদিরপুরের এই পরিবারের পাশে দাঁড়াল।                                           

এদিকে, আগামীকাল চলতি আইএসএলে প্রথমবার মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তাঁদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। এর ফলে আগামীকালের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে মাঠে নামবেন বাগান ফুটবলাররা। এছাড়াও নিজেদের ঘরের মাঠে খেলা। ফলে হুয়ান ফেরান্দোর দলই যে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।  

Continues below advertisement
Sponsored Links by Taboola