মোহন দাস, কামারপুকুর: আজ বুধবার থেকে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা।


মঠ সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রথম দফায় মঠ খোলা থাকবে সকাল ৮-৩০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।  দ্বিতীয় দফায় বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 


এই সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করতে পারবেন। তবে কঠোরভাবেই কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 


সাষ্টাঙ্গ প্রণাম ও বসে প্রণাম করা যাবে না। ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে আসতে হবে ভক্তদের। মঠের ভিতরে ঘোরাঘুরি, যেখানে সেখানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না। এমনকী, বসে ধ্যান করা যাবে না বলেও জানানো হয়েছে মঠের পক্ষ থেকে।


গত ২৮ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল মঠ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় মঠের পক্ষ থেকে। সেই সময়ে কোভিড পরিস্থিতি ঊর্ধ্বমুখী থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


ফের ২৪ জুলাই গুরু পূর্ণিমার দিনে মঠ খুলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এক দিনের জন্য মঠ খোলা হয়েছিল।এর পর থেকে এত দিন বন্ধই ছিল। 


আজ মন্দির খুলে দেওয়া হলো। তবে মঠ খোলায় রীতিমত খুশি এলাকার ছোট বড় ব্যবসায়ী। খুশি হোটেল মালিকেরাও। এতে তাদের অর্থনৈতিক সুরাহা হবে বলেই জানিয়েছেন তাঁরা।


এদিকে, আজ থেকে ভক্তদের জন্য খুলল বেলুড়মঠ। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।


করোনা আবহে ভক্তদের প্রবেশে থাকছে কড়া নিয়মবিধি। করোনা ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র, অথবা ৭২ ঘণ্টার মধ্যে RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে বেলুড় মঠে ঢোকার অনুমতি।


বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্রও। এর আগে গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ।