সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : তৃণমূল বিধায়ক (TMC MLA) এলাকায় নিয়মিত বসেন ও কাজ করেন। পাল্টা পোস্টার দিয়ে দাবি করল মহিলা তৃণমূল কংগ্রেস। গতকালই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) নামে নিখোঁজ পোস্টার পড়ে। সেই পোস্টারের নিচে নাম ছিল বিজেপির (BJP)। পোস্টার ও পাল্টা পোস্টার ঘিরে সরগরম হুগলি।

পোস্টারের জবাব পোস্টারে

বিজেপির নাম লেখা পোস্টারে দাবি, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিরুদ্দেশ। পাল্টা মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি, বিধায়ক নিয়মিত এলাকায় বসেন। বুধবার হুগলির ডানকুনি এলাকায় এই পোস্টার পড়ে বিজেপির রঘুনাথপুর শাখার নামে। তার ২৪ ঘণ্টার মধ্যে, বৃহস্পতিবার পাল্টা পোস্টার পড়ল শাসকদলের অভিনেতা-বিধায়কের পক্ষে। বিজেপির পোস্টারের পাশেই দেওয়া হয়েছে বিধায়কের সমর্থনে পোস্টার। এদিন ডানকুনির বাজার এলাকায় কাঞ্চন মল্লিকের পক্ষে পোস্টার পড়েছে। পোস্টারের নিচে লেখা রঘুনাথপুর মহিলা তৃণমূল কংগ্রেস।

'কৈফিয়ত দেব মানুষকে'

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছেন, 'আজকের পোস্টারে যা বলা হয়েছে, তা ঠিক কথা। আমি এলাকায় বসি, কাজও করি। অন্য কাউকে জবাব দেব না। কৈফিয়ত দেব মানুষকে।' পাল্টা বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদকের খোঁচা, 'বিধায়ক যে আছেন, তা তাঁকে পোস্টারের মাধ্যমে জানাতে হচ্ছে। গতকাল আমরা পোস্টারি দিয়েছিলাম, আজ তাঁকে জানাতে হচ্ছে যে তিনি এলাকায় আছেন।'

পোস্টার রাজনীতি

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে এই ধরনের পোস্টারের লড়াই। সম্প্রতি আসানসোলের কুলটিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে। আসানসোলের গোপালপুরেও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের ছবি দিয়ে একই ধরনর পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়। সম্প্রতি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়ে। এবার ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ পোস্টারের জবাবও এল সেই পোস্টারেই। 

কিছুদিন আগে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে (Asit Mazumdar) ঘিরে পোস্টারে তুমুল হট্টগোল তৈরি হয়েছিল। বিজেপিতে নেওয়া যাবে না, 'বিজেপি-র সৈনিক'-র তরফে চুঁচুড়ায় বিজেপি-র জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে দেখা গিয়েছিল পোস্টার। যা নিয়ে তৃণমূল বিধায়ক বলেছিলেন, "বিজেপি পাগল-ছাগলের দল। ওরা নিজেদের পার্টি অফিসে কিছু পোস্টার লাগিয়ে দিয়েছে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে বিজেপিতে যাব? আমি শুনেছি তো, লকেট আসছে। লকেট তৃণমূলে আসার জন্য এই সমস্ত কিছু আকাল মাকালদের দিয়ে এসব করাচ্ছে।"

আরও পড়ুন- সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু! হাইস্কুলে ভাঙচুর, মালদায় ধুন্ধুমার