হুগলি: প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এবার এরই মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। আর তাতেই তেতে উঠল খানাকুল এলাকা। প্রায় ২৪ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। 

তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিক্ষোভ ও পথ অবরোধ খানাকুলে। শনিবার দুপুর থেকে রবিবার সকালেও খানাকুলের রামমোহন-২ পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। শুধু একদিন নয়, বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবিতে এদিন হেলানে রামনগর-দিগরুইঘাট রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে রেখে চলে অবরোধ।অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ তোলেন।  অভিযোগ, এই গরমে বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ কম থাকার কারণে সাব-মার্সিবল পাম্প চালানো যাচ্ছে না। শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। গরমে নাভিশ্বাস অবস্থা হচ্ছে। তাই দ্রুত সমস্যা মেটানোর দাবিতেই সরব হন সকলে। 

এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল গরমের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গজুড়েই প্রবল গরম আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। ৪০ ছুঁইছুঁই তাপমাত্রার পারদ। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ৪০ ডিগ্রি বা তারও বেশি চ়ড়তে পারে পারদ। জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ ডিগ্রির আশেপাশেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পারদ। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। একইভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমের আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আশঙ্কা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সঙ্গে হতে পারে বৃষ্টিও। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি বা তার বেশিও হতে পারে তাপমাত্রার পারদ। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।