সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সরকারি কাজের কয়েক লক্ষ টাকার জলের পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগরে (Konnagar News)। সাত সকালেই চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে পাঁচ চোর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পািপ বোঝাই লরি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তারাই এসে অভিযুক্তদের আটক করে। বেশ কিছু দিন ধরে পাই চুরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
পুরসভার জলের পাইপ চুরি কোন্নগরে
কোন্নগরের জোড়াপুকুর এলাকার ঘটনা (Hooghly News)। শনিবার সাত-সকালে চুরি করতে এসে হাতে নাতে পাঁছ জন ধরা পড়েন বলে জানা গিয়েছে। যে লরিতে চাপিয়ে পাইপ নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিও ঘিরে ধরেন স্থানীয়রা। তার পর খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসিপি আলি রাজা-সহ অন্য পুলিশ কর্মীরা। অভিযুক্তদের আটক করেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন, কোন্নগর শহর জুড়ে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। তার জন্য জোড়াপুকুর এলাকায় ২৫ লক্ষ টাকার বেশি মূল্যের জলের পাইপ জড়ো করে রাখা ছিল। গত কয়েক দিন ধরেই ওই জড়ো করে রাখা পাইপের গাদা থেকে পাইপ কমতে শুরু করেছিল। লাগাতার এমন হওয়ায় বিষয়টি নজরে পড়ে স্থানীয়দের।
হাতেনাতে চোর ধরলেন কোন্নগরবাসী
সেই মতো তক্কে তক্কে ছিলেন এলাকার মানুষ জন। শনিবার সকালে লরি নিয়ে ওই চোরের দলকে দেখে সন্দেহ হয় তাঁদের। তাই গাডি় সমেত সকলকে আটকে রেখে প্রথমে এলাকার বাসিন্দা এক পৌরসভা কর্মীকে খবর দেন তাঁরা। তার পর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, লরিতে দু'থাক পাইপ সাজিয়েও ফেলেছিল চোরের দল। সেগুলি উদ্ধার করা হয়।