Hooghly News: TMC কাউন্সিলরকে 'জাত' তুলে 'গালিগালাজ', 'আমি একজন তপশিলি ঘরের মেয়ে..'

Hooghly SC Candidate TMC Councillor Controversy : লোকসভা ভোটের পর চুঁচুড়ায় ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, তৃণমূল কংগ্রেসের তপশিলি সেলের সভানেত্রীকে 'জাত' তুলে 'গালিগালাজ' এর অভিযোগ

Continues below advertisement

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কাউন্সিলরকে জাত তুলে গালিগালাজের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে।পুকুর ভরাট নিয়ে বিধায়ক সক্রিয় হওয়ায় রাগ থেকেই কাউন্সিলর এই অভিযোগ, দাবি তৃণমূল কর্মীর (TMC Worker)। চুঁচূড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থানা পুলিশ।

Continues below advertisement

হুগলি-চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল। গতকাল রাতে চু়ঁচুড়া থানায় তৃণমূল কর্মী, রাজিব ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাজীব চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। অভিযোগ,কাউন্সিলর ঘনিষ্ঠ সুরজিৎ দে-র বাইকের চাবি কেড়ে নেয়। তা নিয়ে সুরজিতের সঙ্গে রাজীবের বচসা হয় মিলিটারি কলোনিতে। কাউন্সিলর অনিন্দিতা সেখানে পৌঁছে চাবি ফেরত দিতে বলেন। কাউন্সিলরকে তাঁর জাত তুলে গালিগালাজ করে রাজীব বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে রাজীব, বিধায়ক অসিত মজুমদারকে ফোন করলে বিধায়ক কাউন্সিলর ঘনিষ্ঠ সুরজিৎকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবার কথা বলেন বলে অভিযোগ।

পরিস্থতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গভীর রাতে কাউন্সিলর চুঁচূড়া থানায় গিয়ে রাজিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।কাউন্সিলর বলেন, 'আমি একজন তপশিলি ঘরের মেয়ে, গত সাত বছর ধরে তৃণমূল কংগ্রেসের তপশিলি সেলের সভানেত্রী। আমাকে জাত তুলে গালিগালাজ করেছে বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ। পাল্টা রাজীব তার স্ত্রীকে নিয়ে গিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।' অন্যদিকে রাজীবের পাল্টা অভিযোগ, 'কয়েকদিন আগে এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিধায়ক তিন নম্বর ওয়ার্ডের দুটি পুকুর ভরাটের বিরুদ্ধে সক্রিয় হয়েছিলেন। সেই রাগ থেকেই কাউন্সিলর এসব অভিযোগ করছেন।'কয়েকদিন আগে তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী অমিত পালের জন্মদিনে কেক কেটে ছিলেন বিধায়ক।সেই ছবি ফেসবুকে শেয়ার করি।সুরজিৎ কে ট্যাগ করে। কেন তাকে ট্যাগ করা হয়েছে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে সুরজিৎ।

আরও পড়ুন, গন্ধেশ্বরীর জলের তোড়ে ভাঙল সেতু ! যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম, 'দায়ী রাজ্য সরকার ও TMC..'

লোকসভা ভোটের পর চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকট হয়। চুঁচুড়া বিধানসভায় বিজেপির কাছে  পরাজিত হয় তৃণমূল। পুরসভাতেও খুব খারাপ ফল হয় তৃণমূলের। এরপরই দেখা যায় বিধায়ক শিবির ছেড়ে অনেক কাউন্সিলর চেয়ারম্যান অমিত রায়ের শিবিরের যোগ দেয়। ২১ জুলাইয়ের প্রস্তুতিতে দুটি সভা হয়। সেখানে দুই শিবিরে বিভাজন স্পষ্ট হয়। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল বিধায়ক শিবিরে ছিলেন। লোকসভা ভোটের পর শিবির বদল করেন। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে বিজেপির সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, 'তৃণমূলের এই দ্বন্দ্ব আগে ভিতরে ছিল এখন প্রকাশ্যে চলে এসেছে। থানা পুলিশে অভিযোগ হচ্ছে। আগামী দিনে আরও কত কী দেখতে হবে।' বিধায়ক অসিত মজুমদার যদিও বলেন,আমার বিষয়টি জানা নেই। খবর নেব। পুলিশ জানিয়েছে, দু পক্ষই অভিযোগ করেছে।খতিয়ে দেখা হচ্ছে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola